কলকাতা হাইকোর্টের ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলো মহামান্য সুপ্রিম কোর্ট। এই ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা বর্তমানে সল্টলেকে অনশন করছেন। এই সময়ে সুপ্রিমকোর্টের রায় গুরুত্বপূর্ণ বলে মন্তব্য শিক্ষা মহলের।
টেট নিয়োগে দুর্নীতির কারনে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মামলায়, হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, টেটে ২৬৯ জন চাকুরিজীবীর অতিরিক্ত ১ নম্বর দেওয়ার কারন কি? তার সম্পর্কে বক্তব্য স্পষ্ট করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই অনিয়মের এই মামলায় ২৬৯ জনের চাকরি বাতিল করে হাইকোর্ট। পরে মামলাটি ডিভিশন বেঞ্চেও যায়। যদিও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের তরফে চাকরি বাতিলের নির্দেশ দিয়ে জানানো হয়, যতদিন এই নিয়োগের তদন্ত শেষ না হচ্ছে, ততদিন তাদের চাকরি বাতিল।
আরও পড়ুনঃ
আমরন অনশনেও অনড় পর্ষদ, টেট নিয়োগ নিয়ে বাড়ছে জটিলতা
আমরন অনশন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর, কি বললেন তিনি?
ডিভিশন বেঞ্চের রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে যায় ২৬৯ জন প্রার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট ২৬৯ জনের বরখাস্ত করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে।