চাকরির খবর

Agniveer Recruitment 2022: অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনায় আবেদন ৭.৫ লক্ষ

Advertisement

আন্দোলন চলা সত্ত্বেও অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে চাকরীর জন্য নাম নথিভুক্তকরণ শুরু করলো যুব সমাজ। অগ্নিপথ স্কিমের মাধ্যমে দেশের সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় প্রতিরক্ষা দপ্তর। সর্বপ্রথম দেশের বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম যখন অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে সরকার, তখন সারা দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে যুবক সমাজ সবাই এর বিরোধিতা করেছিল। তা সত্ত্বেও কিছুদিনের মধ্যেই পরিস্থিতি গেলো বদলে।

ভারতীয় বায়ুসেনায় আবেদন জমা করার শেষ দিন অতিবাহিত হয় এদিন। ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, গত ২৪ জুন থেকে বায়ুসেনায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে মোট আবেদন করেছেন ৭,৪৯,৮৯৯ জন প্রার্থী। যা বায়ুসেনার পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

চাকরির খবরঃ রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ

এই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে ভারত ও নেপালের অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সী প্রার্থীরাই কেবল এই পদের আবেদন করতে পারবেন। তবে একটি ব্যতিক্রম রয়েছে, যেহেতু এই বর্ষ থেকে শুরু হলো, তাই, ২০২২ সালের অগ্নিবীর নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে।

প্রথম এই প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের খবরে দেশজুড়ে প্রবল আন্দোলন শুরু হয়। আন্দোলন তীব্র আকার নেয় উত্তরপ্রদেশ এবং বিহার সহ প্রভৃতি রাজ্যে। রাস্তা অবরোধ, ট্রেনে অবরোধ সহ সরকারী সম্পত্তি জ্বালিয়ে দেন আন্দোলনকারীরা। বিহারে বহুদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এসবের পরেও এত পরিমাণ আবেদন, কর্তৃপক্ষের কাছে যথেষ্ট আনন্দের।

চাকরির খবরঃ ভারতীয় রেলে টিকিট সেলার নিয়োগ

Related Articles