অগ্নিবীর প্রকল্পের জন্য আগ্ৰহী প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় বায়ুসেনায় অগ্নিবীর প্রকল্পের প্রার্থীদের জন্য মডেল পেপার প্রকাশিত হয়েছে। আগেই বায়ু সেনার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ফর্ম ফিলাপের সময়, তারিখ, এবং কিভাবে ফর্ম ফিলাপ করবেন তা জানানো হয়েছিল। যে সমস্ত প্রার্থীরা রেজিস্ট্রেশন করেছেন তারা খুব তাড়াতাড়ি চেক করে নিন মডেল প্রশ্নপত্র। সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়ভিত্তিক মডেল প্রশ্নপত্র (Model Question Paper) আপলোড করা হয়েছে। ইংরেজি, গণিত, পদার্থবিদ্যা এবং যুক্তি ও সাধারণ সচেতনতা প্রভৃতি বিষয়ের মডেল প্রশ্নপত্র দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
Agniveer Model Question Paper Download
কিভাবে মডেল প্রশ্নপত্র ডাউনলোড করবেন?
1) নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যান দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে।
2) প্রার্থী বিভাগে যান এবং ড্রপ ডাউন মেনু খুলুন।
3) নির্দিষ্ট প্রদত্ত তালিকা থেকে সিলেবাস এবং মডেল প্রশ্নপত্র অংশে ক্লিক করুন।
4) যে নতুন পেজ খুলবে, ওখানে বিষয় নির্বাচন করুন এবং তারপর সিলেবাস এবং মডেল প্রশ্নপত্র ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও প্রতিটি মডেল ভিত্তিক প্রশ্নপত্র ডাউনলোড করার ডিরেক্ট লিংক দেওয়া হয়েছে।
চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
Syllabus and Model Question Paper
English Syllabus- Download Now
English Model Question Paper- Download Now
Mathematics Syllabus- Download Now
Mathematics Model Question Paper- Download Now
Physics Syllabus- Download Now
Physics Model Question Paper- Download Now
Raga Syllabus- Download Now
Raga Model Question Paper- Download Now
আপনি যদি এখনও অগ্নিবীর প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করেননি, এখনই রেজিস্ট্রেশন করুন। নিজের দেশসেবার স্বপ্ন পূরণ করুন। কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন ইত্যাদি তথ্য জানতে নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করুন।
Official Website: Click Here
Apply Now: Click Here
Daily Job Update: Click Here