এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.– AIASL/05-03/685
পদের নাম- Customer Service Executive, Jr. Customer Service Executive
মোট শূন্যপদ- ১২৮ টি। (Cochin- ৪৭ টি, Calicut- ৩১ টি, Kannur- ৫০ টি।)
শিক্ষাগত যোগ্যতা- Customer Service Executive পদের জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। Jr. Customer Service Executive পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। দুই ক্ষেত্রেই এয়ারলাইন, জিএইচএ, কার্গো, এয়ারলাইন টিকিটিং বিভাগে কাজের অভিজ্ঞতা অথবা এয়ারলাইন ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ
মাসিক বেতন- Customer Service Executive পদের মাসিক বেতন ২৩,৬৪০/- টাকা। Jr. Customer Service Executive পদের মাসিক বেতন ২০,১৩০/- টাকা।
বয়সসীমা- এই পদগুলিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে।
আবেদন পদ্ধতি- অফলাইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতর প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্রগুলি সঙ্গে নিয়ে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে।
আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে সংস্থার নির্দিষ্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে
ইন্টারভিউর ঠিকানা- Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572.
ইন্টরভিউর তারিখ- ১৮, ২০ এবং ২২ ডিসেম্বর, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here