কেন্দ্রীয় সরকারের এআইইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- AIESL/NR/HR
পদের নাম- Aircrafts Technician
মোট শূন্যপদ- ৩২৫ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Maintenance/ Overhaul, Electrical, Instrumental, Radio, Fitter/ Sheet Metal, Carpenter, Upholster, Painter, Welder, Mechinist, X-ray
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখিত পদ অনুযায়ী ITI/ Diploma (Engineering Discipline) করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ
[quads id=10]
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে স্টেট কো-অর্ডিনেটর নিয়োগ
[quads id=10]
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Trade/ Skill Test and Personal Interview -এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ স্থান- Personnel Department, A-320 Avionics Complex, (Near New Cuost House) IGI Airport Terminal-II, New Delhi- 110037
ইন্টারভিউ তারিখ- ৩১ মার্চ ও ১১ এপ্রিল, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here








