অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS) -এর তরফে রাজ্যে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- 244/E-12015/5/22-(SR/T/JR)
পদের নাম- Senior Resident
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলো হলো- Anesthesia, Cardiology, Gastroenterology, Nephrology, Neurosurgery, Physical Medicine, ENT, Radiology, Urology, Vascular Surgery
মোট শূন্যপদ- ১২ টি। (UR-3, OBC-5, SC-2, ST-2)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (MD/MS/DNB) পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১৫,৬০০/- টাকা থেকে ৩৯,১০০/- টাকা সহ ৬,৬০০/- গ্রেড পে দেওয়া হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের স্থান- Administrative Building, 1st Floor, Committee Room of AIIMS, Kalyani- 741245
ইন্টারভিউয়ের তারিখ- ১৭ ডিসেম্বর, ২০২২
Official Notification: Download Now
Official Website: Click Here