চাকরির খবর

এয়ার ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ! দেখে নিন কীভাবে করবেন আবেদন

Advertisement

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড (AIESL) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. – AIESL/WR-HR/2023/2

পদের নাম – Aircraft Technician (A&C)
মোট শূন্যপদ – ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা – Mechanical/ Aeronautical অথবা ৩ বছরের Diploma in Engineering কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম – Aircraft Technician (Avionics)
মোট শূন্যপদ – ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা – Electrical / Electronics/ Telecommunication/ Radio/ Instrumentation Engineering অথবা ৩ বছরের Diploma in Engineering কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা – General/ EWS প্রার্থীদের জন্য ৩৫ বছর। OBC প্রার্থীদের জন্য ৩৮ বছর। SC/ ST প্রার্থীদের জন্য ৪০ বছর।

মাসিক বেতন – উপরিউক্ত দুইটি পদের মাসিক বেতন ২৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের www.aiesl.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ – ২৯ মে, ২০২৩।

এয়ার ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles