এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস লিমিটেড (AI ATSL) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. – AIASL/05-03/962
পদের নাম – Utility Agent and Ramp Driver
মোট শূন্যপদ – ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ র্যাম্প সরঞ্জাম অপারেটিং কাজে নূন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৩,৬৪০ টাকা।
বয়সসীমা – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
আরও পড়ুনঃ ১২ হাজার টাকা বেতনে জেলা দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম – Junior Customer Service Executive
মোট শূন্যপদ – ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৩,৬৪০ টাকা।
বয়সসীমা – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২৮ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩১ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর।
পদের নাম – Ramp Service Executive
মোট শূন্যপদ – ৪৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – আইটিআই বিভাগের Electrical/ Air Conditioning/ Diesel Mechanic/ Bench Fitter/ Welder অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের Mechanical/ Electrical/ Production / Electronics/ Automobile ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ২৫,৯৮০ টাকা।
বয়সসীমা – সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২৮ বছর। ওবিসি প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩১ বছর। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৩ বছর।
আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির দারুণ সুযোগ
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। প্রার্থীদের যোগ্যতার সমস্ত প্রমাণপত্র সহ অন্যান্য কাগজপত্র সহিত ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।
আবেদন ফি – এককালীন ৫০০/- টাকা আবেদন ফি ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে জমা করতে হবে আবেদনকারী প্রার্থীদের। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
ইন্টারভিউর স্থান – GSD Complex, Near Sahar Police Station, CSMI Airport, Terminal-2, Gate No. 5, Sahar, Andheri East, Mumbai 400099.
ইন্টারভিউর তারিখ – ২৫ মে ২০২৩ থেকে ৩০ মে ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here