চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

এয়ার ইন্ডিয়ার ৩২৩ শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

এয়ার ইন্ডিয়া ভারতের প্রসিদ্ধ বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রূপ অধিগ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়াতে হ্যান্ডিম্যান এবং ইউটিলিটি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।

Employment No.- AIASL/HRD-SR/MAA/23-09/02

পদের নাম- Handyman
মোট শূন্যপদ- ২৭৯ টি।
পদের নাম- Ramp Service Executive
মোট শূন্যপদ- ৩৯ টি।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ

[quads id=10]

শিক্ষাগত যোগ্যতা- Handyman পদে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে চাকরিপ্রার্থীদের। Ramp Service Executive পদে আবেদন জানানোর জন্য যেকোনো আইটিআই ডিগ্রী সহ NCTVT -এর অধীনস্থ যেকোনো একটি কোর্স করে থাকলে আবেদন জানাতে পারবেন। কর্মরত স্থানের স্থানীয় ভাষায় কথা বলার এবং কথা বোঝার দক্ষতা থাকতে হবে।

এয়ার ইন্ডিয়ার ৩২৩ শূন্যপদে কর্মী নিয়োগ

মাসিক বেতন- Handyman পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন ২০,১৩০/- টাকা বেতন প্রদান করা হবে। Ramp Service Executive পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন ২৩,৬৪০/- টাকা বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- আবেদনে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর দিন পূরণ করা আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

আবেদন ফি- GEN, OBC এবং EWS প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি লাগবে। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। Demand Draft -এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

[quads id=10]

ইন্টারভিউর ঠিকানা- Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572. [On the Main Central Road (M C Road), 1.5 Km away from Angamaly towards Kalady]

ইন্টারভিউর তারিখ- ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর, ২০২৩।

এয়ার ইন্ডিয়ার ৩২৩ শূন্যপদে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ