এয়ারপোর্ট চাকরি করতে চান? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) ‘র তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইস্ট্রান রিজিয়নে। নির্বাচিতদের ইস্ট্রান রিজিয়নে বিভিন্ন এয়ারপোর্টে নিয়োগ করা হবে। এয়ারপোর্ট গুলি হলো- কলকাতা, বাগডোগরা, ভুবনেশ্বর, গয়া, পাটনা,রাইপুর ও রাঁচি। আবেদন আগ্রহীদের জন্য রইলো বিস্তারিত আবেদন প্রক্রিয়া। Airport Authority of India Eastern Region Recruitment 2021.
পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস)।
শূন্যপদ- 14 টি।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক হতে হবে। হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির খবরঃ জেলা পরিষদ অফিসে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স)।
শূন্যপদ- 6 টি ।
শিক্ষাগত যোগ্যতা- B.Com. পাস করে থাকতে হবে। 3 থেকে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)।
শূন্যপদ- 9 টি।
শিক্ষাগত যোগ্যতা- Electronic/ Telecomunication বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- 30/06/2021 তারিখের হিসেবে বয়স হতে হবে 50 বছরের মধ্যে।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 36,000/- থেকে 1,10,000/- টাকা।
চাকরির খবরঃ ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইন বা অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট ফর্মটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে dpcrhqer@aai.aero এই ই-মেইল আইডি অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদন করতে পারবেন আগামী 31 আগস্ট পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- DPC Cell, Department of HRM, Regional Headquarters (Eastern Region), Kolkata
প্রয়োজনীয় নথিপত্রগুলি-
১) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র,
২) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট,
৩) জাতিগত শংসাপত্র,
৪) সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে
Official Notice: Download Now
Official Website: Click Here
Latest Job News: Click Here