এয়ারপোর্টস অথারিটি অফ ইন্ডিয়া (AAI) উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No. – 01/2023
পদের নাম – Security Screeners
মোট শূন্যপদ – ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা – যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ BCAS Screener Certificate থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা পড়তে এবং বলতে জানতে হবে।
মাসিক বেতন – ১৫,০০০ টাকা সহ অন্যান্য ভাতা।
বয়সসীমা – সর্বোচ্চ ৫০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
চাকরির খবরঃ হুগলী জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের AVSEC সার্টিফিকেট কমপক্ষে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ।
ইন্টারভিউ স্থান – Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur-492015
ইন্টারভিউ তারিখ – ১২ জুন, ২০২৩।
চাকরির খবরঃ রাজ্যে ব্লক কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Click Here







