এক নজরে
Assistant Teacher Recruitment: পুজোর আগেই সুখবর! পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। আকারাহাট দিশারী হ্যান্ডিক্যাপ স্কুলে (Sponsored by Govt. of West Bengal) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই শিক্ষক নিয়োগ পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হলো।
Employment No.- 2/ 2024
Recruitment Agency- Akarahat Dishari Handicapped School (Govt. Regd. No.- S/ 1L/ 253).
গভর্নমেন্ট স্পন্সরড স্কুলে শিক্ষক নিয়োগ
Akarahat Dishari Handicapped School -এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করার জন্য আবেদনকারী কে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নীচে দেওয়া হল-
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
বেতনক্রম- পে লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে নাবার্ডে গ্রুপ- সি কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অগ্রাধিকার পাবেন। সঙ্গে বধিরদের পড়ানোর কোর্সের সরকারি সার্টিফিকেট থাকতে হবে।
উল্লিখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ৩১ আগস্ট, ২০২৪ তারিখের হিসাবে।
Selection Process
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের, ইন্টারভিউতে থাকবে ১০ নম্বর।
লিখিত পরীক্ষার সিলেবাস-
১) পাটিগণিত (অষ্টম শ্রেণী মানের)- ১০ নম্বর
২) ইংরেজি- ১০ নম্বর
৩) জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স- ১০ নম্বর
৪) স্পেশাল এডুকেশন- ১০ নম্বর
আরও পড়ুনঃ Railway NTPC পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পিডিএফ
Application Process
অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ডাইরেক্ট লিংক (www.me.coochbeharwb.in) এই প্রতিবেদনের সংযুক্ত করা রয়েছে। এই মুহূর্তে অনলাইনে আবেদন চলছে। অনলাইনে আবেদন চলবে ৩০ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য কোনপ্রকার আবেদন ফি লাগবে না।
বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
Official Notice: Download Now
Apply Now: Click Here
প্রতিদিন চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇