রাজ্যে আল-আমিন মিশনে বাংলা ও ইংলিশ মিডিয়ামে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-____
পদের নাম- Resident Teacher (Bengali And English Medium)
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Physics, Chemistry, Biology, Mathematics, English, Social Studies, Computer and Hindi
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে ইমেইলের (cv.aam.in@gmail.com) -এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩১ ডিসেম্বর, ২০২২
চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে স্টিল কারখানায় কর্মী নিয়োগ
যে সমস্ত ক্যাম্পাসগুলোতে নিয়োগ করা হবে সেগুলো হলো-
English Medium Campus (V-XII)
Lalbagh, Murshidabad (Boys)
Budge Budge, S 24 Pgs (Boys)
Bengali Medium Campus (V-XII)
Belpukur, D Dinajpur (Boys & Girls)
Hariharpara, Murshidabad (Girls)
Dubrajpur, Birbhum (Boys)
Papuri, Birbhum (Girls)
Hanecha, Birlamore, South 24 Parganas (Girls)
Budge Budge, Birlamore South 24 pgs (Boys & Girls)
Official Notification: Download Now
Official Website: Click Here