পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। নিয়োগের স্থান, আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য সমস্ত তথ্য বিস্তারিত ভাবে জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল (SSP)
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা
আরও পড়ুনঃ কলেজের সেমিস্টার পরীক্ষা অনলাইনে হবে
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে PGDCA/ B.Sc (কম্পিউটার সাইন্স)/ BCA/ DOEACC ‘A’ লেবেল থেকে তিন বছরের কোর্স করে থাকতে হবে। এছাড়াও এপ্লিকেশন সফটওয়্যারের মেনটেন্স, ইনস্টলেশন এবং DBMS এর কাজ জানতে হবে।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা
নিয়োগ পদ্ধতি- সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রের যাচাই, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে উল্লিখিত ঠিকানায় রেজিস্টার পোস্ট/ স্পিড পোস্ট/ কুরিয়ার করতে হবে। এছাড়া কোনো প্রার্থী সরাসরিও জমা দিতে পারেন। প্রয়োজনীয় নথি যোগ করা আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে তার উপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ________’ (কোন পদের জন্য আবেদন করছেন)।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) কম্পিউটার সার্টিফিকেট।
৪) সম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Additional District Magistrate & District Land & Land Reforms Officer, Alipurduar and Chairman, District Selection Committee, Doors Kanya, 4th Floor, Room No- 411,P.O- Alipurduar Court, Dist- Alipurduar, pin- 736122.
আবেদন করার শেষ তারিখ- ৮ ই জুন,বিকেল ৩ টে পর্যন্ত।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here