চাকরির খবর

রাজ্যে টিচিং স্টাফ ও নন টিচিং স্টাফ নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Advertisement

রাজ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- Assistant Teacher (Bengali Medium and English Medium), Lab Attendant
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ সহ B.ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্ক এডুকেশন পদের ক্ষেত্রে স্নাতক পাশ সহ ডিগ্রি/ ডিপ্লোমা করা থাকতে হবে। এবং ল্যাব এটেনডেন্ট পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আলাদা আলাদা করে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা, Reserved প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা ও PH প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।
আবেদনপত্র জমা করার ঠিকানা- Ramkrishna Mission Vidyapith, Purulia, (Bengali Medium and English Medium)
আবেদনের শেষ তারিখ- ১৫ নভেম্বর, ২০২২
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Application Form:
Bengali Medium: Download Now
English Medium: Download Now
Lab Attendant: Download Now
Notification: Download Now

Related Articles