এক নজরে
Anganwadi Practice Set in Bengali: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এই ওয়েবসাইটে প্রতিদিন Anganwadi Practice Set (Bengali Version) পাবলিশ করা হচ্ছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটে।
Anganwadi Practice Set in Bengali
অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। তাই প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।
ICDS Practice Set in Bengali (Part- 48)
1) ভাইরাস ঘটিত একটি রোগের নাম লেখ?
[A] আমাশয়
[B] জলবসন্ত
[C] ব্রংকাইটিস
[D] কলেরা
উত্তরঃ [B] জলবসন্ত
2) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি?
[A] গ্রাম পঞ্চায়েত
[B] জেলা পরিষদ
[C] পঞ্চায়েত সমিতি
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] গ্রাম পঞ্চায়েত
3) গ্যাস্ট্রিক রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] যকৃত
[B] হৃদপিণ্ড
[C] পাকস্থলী
[D] মস্তিষ্ক
উত্তরঃ [C] পাকস্থলী
4) বিশ্ব AIDS দিবস কবে?
[A] 6 ডিসেম্বর
[B] 8 ডিসেম্বর
[C] 2 ডিসেম্বর
[D] 1 ডিসেম্বর
উত্তরঃ [D] 1 ডিসেম্বর
5) সি-ইউ-কি এর রচয়িতা হলেন—
[A] হিউয়েন সাঙ
[B] ফা-হিয়েন
[C] মেগাস্থিনিস
[D] আই-সাঙ
উত্তরঃ [A] হিউয়েন সাঙ
6) পানীয় জল জীবানুমুক্ত করতে জলে মেশানো হয়—
[A] চুন
[B] ফিনাইল
[C] হ্যালোজেন ট্যাবলেট
[D] পটাশিয়াম পারম্যাঙ্গানেট
উত্তরঃ [C] হ্যালোজেন ট্যাবলেট
7) সাতবাহনদের রাজধানী কোথায় অবস্থিত ছিল?
[A] অমরাবতীতে
[B] পৈঠানে
[C] নালঙ্গে
[D] দুর্গ-তে
উত্তরঃ [B] পৈঠানে
আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী প্র্যাকটিস সেট -৪৫
8) জলে কোন মৌল দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়?
[A] Ca
[B] Mg
[C] F
[D] As
উত্তরঃ [D] As
9) ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কয়টি স্পোক থাকে?
[A] 8টি
[B] 12টি
[C] 16টি
[D] 24টি
উত্তরঃ [D] 24টি
10) মানুষের শরীরের কত অংশ জল?
[A] 30%
[B] 60%
[C] 70%
[D] 80%
উত্তরঃ [C] 70%
Anganwadi Karmi Free Practice Set