পরীক্ষা প্রস্তুতি

ANM GNM Examination 2024: পরীক্ষার তারিখ প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, শীঘ্রই শুরু হবে আবেদন প্রক্রিয়া

বহু প্রতীক্ষার পর অবশেষে ANM & GNM পরীক্ষার তারিখ প্রকাশিত হল। আবেদন শুরু হবে শীঘ্রই। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে।

Advertisement

রাজ্যে নার্সিং কোর্সে ভর্তির গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা হল ANM ও GNM। প্রতিবছর বছরের মাঝামাঝি সময় এই পরীক্ষা আয়োজিত হয় রাজ্যে। পরীক্ষায় অংশগ্রহণ করেন হাজার হাজার পরীক্ষার্থী। পরীক্ষা আয়োজনের মাস কয়েক আগে আবেদন প্রক্রিয়া শুরু করে বোর্ড। অনলাইনে আবেদন জানাতে পারেন আগ্রহী পরীক্ষার্থীরা। বিগত বছরে জুলাই মাসে আয়োজিত হয়েছিল রাজ্যের ANM GNM পরীক্ষাটি। এবছরেও পরীক্ষার সম্ভাব্য তারিখ জুলাইতেই। সম্প্রতি ANM ও GNM পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর তারিখটিও বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বোর্ড।

ANM & GNM Exam Date 2024

সম্প্রতি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী ১৪ জুলাই ২০২৪ (রবিবার) চলতি বছরের ANM ও GNM পরীক্ষাটি আয়োজিত চলেছে। জানা যাচ্ছে, এটি পরীক্ষার সম্ভাব্য তারিখ। পরে প্রয়োজনে দিনক্ষণ বদল করতে পারে বোর্ড। অন্যদিকে, ANM ও GNM পরীক্ষায় যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করতে চাইছেন, তাঁরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনলাইনে আবেদন জমা করতে পারবেন। ফেব্রুয়ারি ২০২৪ অথবা মার্চ ২০২৪ থেকে শুরু হচ্ছে ANM ও GNM -এর অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া।

ANM GNM পরীক্ষার ফ্রী প্র্যাকটিস সেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও 👇

ANM GNM Examination 2024

WB ANM & GNM Syllabus 2024

পশ্চিমবঙ্গের নার্সিং প্রবেশিকা পরীক্ষা ANM ও GNM-এ যে যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেগুলি হল- ১) জীবন বিজ্ঞান (Life Science) ২) ভৌত বিজ্ঞান (Physical Science) ৩) অঙ্ক (Math) ৪) লজিকাল রিসিওনিং (Logical Reasoning) ৫) ইংরেজি গ্রামার (English Grammar) ও জেনারেল নলেজ (General Knowledge)।

ANM GNM Examination 2024

WB ANM & GNM Exam Pattern 2024

রাজ্যের ANM ও GNM পরীক্ষাটি হয় মূলত অফলাইনে পেপার ও পেন মোডে। পরীক্ষায় আসে এমসিকিউ (MCQ) বা অবজেকটিভধর্মী প্রশ্ন। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন আসবে যার পূর্ণমান ১১৫। পরীক্ষার্থীরা ওএমআর শিটে উত্তর করবেন। পরীক্ষার মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট। প্রসঙ্গত, বোর্ডের তরফে ANM & GNM পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া অ্যাপ্লিকেশন শুরুর তারিখও শীঘ্রই ঘোষণা করবে বোর্ড। ANM ও GNM পরীক্ষা সম্পর্কিত নতুন আপডেট পেতে ‘Exam Bangla’-এর পাতায় নজর রাখুন। সঙ্গে ফলো করতে থাকুন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

ANM GNM Examination 2024

Related Articles