এক নজরে
ANM GNM 2024: রাজ্যের ANM GNM পরীক্ষার্থীদের জন্য ANM GNM 2024 গ্যাজেট প্রকাশ করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। পরীক্ষার সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে। ANM GNM 2024 পরীক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM 2024
রাজ্যের বিভিন্ন কলেজে নার্সিং পড়ুয়াদের ভর্তির জন্য ANM GNM 2024 পরীক্ষাটি একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স পরীক্ষা। প্রতিবছর কয়েক লক্ষ পড়ুয়া এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন নার্সিং কলেজগুলিতে ভর্তি হয়ে থাকেন। চলতি বছরের পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এবার ANM GNM 2024 পরীক্ষার পূর্ণাঙ্গ ডিটেলস প্রকাশ করা হল।
ANM GNM 2024 Exam Date
জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পূর্ব ঘোষণা অনুযায়ী এবারের ANM GNM 2024 পরীক্ষা আয়োজন করা হবে আগামী 14 জুলাই 2024 তারিখ, রবিবার। এই পরীক্ষাটি শুরু হবে দুপুর 12 টায় এবং শেষ হবে 1 টা বেজে 30 মিনিটে। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।
ANM GNM 2024 Exam Pattern
ANM GNM 2024 পরীক্ষার সিলেবাস অথবা প্রশ্নপত্রের ধরন ইতিপূর্বেই প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষাতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজিনিং বিষয় থেকে প্রশ্ন থাকে। মোট 100 টি প্রশ্ন থাকে যার পূর্ণ মান হল 115। এই পরীক্ষায় ¼ নেগেটিভ মার্কিং আছে।
সিলেবাস ভিত্তিক কমনযোগ্য প্রশ্নোত্তর দিয়ে সাজানো বইটি আজকেই অর্ডার করুন 👇👇
ANM GNM 2024 Eligibility
এই পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একইভাবে 31 জুলাই 2024 তারিখ অনুযায়ী অংশগ্রহণকারীর বয়স ন্যূনতম 17 বছর হতে হবে।
ANM GNM 2024 Registration
পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম অভিভাবকের নাম জন্মতারিখ ইত্যাদি বিবরণ গুলি সঠিকভাবে পূরণ করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা নিজের মোবাইলে এসএমএস -এর মাধ্যমে লগইন করার আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
আরও পড়ুনঃ ANM GNM পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হল আজ থেকে
ANM GNM 2024 Application
আবেদন জানানোর সময় পরীক্ষার্থীদের নির্দেশ অনুযায়ী নিজের সাম্প্রতিক রঙিন ছবি এবং পরিষ্কার সাদা কাগজের ওপর করা স্বচ্ছ স্বাক্ষর অর্থাৎ সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করা ছবির সাইজ হবে 10 – 200kb -এর মধ্যে। আপলোড করা সিগনেচার -এর সাইজ হবে 4 – 30kb -এর মধ্যে। এছাড়া আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতা, সাম্প্রতিক ঠিকানা ইত্যাদি বিষয়গুলি অনলাইন আবেদনপত্রে নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রদান করা প্রাথমিক তথ্য যেমন- নাম, অভিভাবকের নাম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি দ্বিতীয়বার পরিবর্তন করা যাবে না। পরীক্ষার্থীরা এই সমস্ত তথ্যগুলি পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করবেন।
ANM GNM 2024 Application Fee
এই পরীক্ষায় আবেদন করার জন্য তপশিলি জাতি, উপজাতি ওবিসি, আর্থিক অনগ্রসর ইত্যাদি শ্রেণীর পরীক্ষার্থীদের 300/- টাকা আবেদন ফি জমা করতে হবে। উল্লিখিত শ্রেণি ছাড়া বাকি সমস্ত শ্রেণীর পরীক্ষার্থীদের 400/- আবেদন ফি জমা করতে হবে।
ANM GNM 2024 Application Date
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর পক্ষ থেকে পরীক্ষার তারিখ রীতিমধ্যে জানানো হয়েছে। পরীক্ষার গ্যাজেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২১ মার্চ, ২০২৪ তারিখ থেকে। আবেদন চলবে আগামী ২১ এপ্রিল, ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Notification: Download Now