এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Catagory – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 2
1. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—
[A] মেডুলা অবলংগাটা
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] থ্যালামাস
উত্তরঃ [B] সেরিবেলাম
2. বায়ুমন্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা—
[A] পৃথিবীকে বৃষ্টি দেয়
[B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে
[C] পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে
[D] পৃথিবীকে বন্যার হাত থেকে রক্ষা করে
উত্তরঃ [B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে
3. যে মাইটোটিক মেটাফেজ দশা গুলিতে ‘V’ আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো—
[A] অ্যাক্রোসেন্ট্রিক
[B] অ্যাসেনট্রিক
[C] মেটাসেন্ট্রিক
[D] সাব মেটাসেন্ট্রিক
উত্তরঃ [C] মেটাসেন্ট্রিক
4. মানব দেহের চক্ষু লেন্স হলো একটি—
[A] উভাবতল লেন্স
[B] উভোত্তল লেন্স
[C] সমতল দর্পণ
[D] প্রিজম
উত্তরঃ [B] উভোত্তল লেন্স
5. নিচের কোন জন চতুর্থ ভারতীয় গ্র্যান্ডস্ল্যাম বিজেতা?
[A] সানিয়া মির্জা
[B] রোহন বোপান্না
[C] মহেশ ভূপতি
[D] লিয়েন্ডার পেজ
উত্তরঃ [B] রোহন বোপান্না
6. লাক্ষাদ্বীপ অবস্থিত—
[A] আটলান্টিক মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] বঙ্গোপসাগরে
[D] আরব সাগরে
উত্তরঃ [D] আরব সাগরে
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১
7. জলের বুদবুদ সর্বদাই গোলাকৃতি হয়, অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী?
[A] পৃষ্ঠটান
[B] সান্দ্রতা
[C] স্থিতিস্থাপকতা
[D] আপেক্ষিক গুরুত্ব
উত্তরঃ [A] পৃষ্ঠটান
8. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল—
[A] নাইট্রিক অ্যাসিড
[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[C] সালফিউরিক অ্যাসিড
[D] সাইট্রিক অ্যাসিড
উত্তরঃ [C] সালফিউরিক অ্যাসিড
9. কোন হরমোনটি পিটুইটারীর অগ্র খন্ড থেকে নিঃসৃত হয় না?
[A] ACTH
[B] ADH
[C] FSH
[D] TSH
উত্তরঃ [B] ADH
10. “Origin of Species” বইটির লেখক কে?
[A] প্রেগর জোহান মেন্ডেল
[B] চার্লস ডারউইন
[C] জে বি লামার্ক
[D] স্ট্যানলি মিলার
উত্তরঃ [B] চার্লস ডারউইন
11. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়—
[A] হাইড্রোফিলি
[B] অ্যানিমোফিলি
[C] অরনিথোফিলি
[D] কাইরোপ্টেরোফিলি
উত্তরঃ [D] কাইরোপ্টেরোফিলি
12. অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত?
[A] 49
[B] 98
[C] 82
[D] 66
উত্তরঃ [B] 98
13. পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি?
[A] নিউইয়র্ক
[B] বেজিং
[C] মুম্বাই
[D] টোকিও
উত্তরঃ [D] টোকিও
14. “থিওরি অফ রিলেটিভিটি” (আপেক্ষিকতা তত্ত্ব) প্রবর্তন করেন—
[A] টমাস আলভা এডিসন
[B] আলবার্ট আইনস্টাইন
[C] মার্কিন
[D] জেমস ওয়াট
উত্তরঃ [B] আলবার্ট আইনস্টাইন
15. নিউটন কিসের একক?
[A] ভর
[B] বল
[C] অভিকর্ষ
[D] তড়িৎ প্রবাহ
উত্তরঃ [B] বল
16. ক্যারিওটাইপিং যা বর্ণনা করে—
[A] ক্রোমোজোমের অঙ্গসংস্থান
[B] ক্রোমোজোম সংখ্যা
[C] ক্রোমোজোমের অস্বাভাবিকতা
[D] ক্রোমোজোমে নিউক্লিওটাইড ক্রম
উত্তরঃ [B] ক্রোমোজোম সংখ্যা, [C] ক্রোমোজোমের অস্বাভাবিকতা
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানীতে, যা থাকে—
[A] বৃতি
[B] পাপড়ি
[C] গর্ভপত্র
[D] পরাগরেণু
উত্তরঃ [D] পরাগরেণু
18. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোশ অঙ্গাণুটি হল—
[A] গলগি বডিস
[B] নিউক্লিয়াস
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
উত্তরঃ [C] রাইবোজোম
19. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল—
[A] বাতাস
[B] দূষিত জল
[C] যৌন মিলন
[D] পতঙ্গ বাহক
উত্তরঃ [B] দূষিত জল
20. নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোনটি মশকবাহিত নয়?
[A] ডেঙ্গু
[B] চিকেনগুনিয়া
[C] প্লেগ
[D] ম্যালেরিয়া
উত্তরঃ [C] প্লেগ
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇