এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Catagory – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 4
1. কোনটি লাল লিটমাসকে নীল করে?
[A] অ্যাসিড
[B] ক্ষার
[C] লবন
[D] সবকটি
উত্তরঃ [B] ক্ষার
2. খাদ্যের শোষণ কোথায় হয়?
[A] সিকাম
[B] ভিলাই
[C] ফান্ডাস
[D] পাইলোরাস
উত্তরঃ [B] ভিলাই
3. মানুষের জিভের কোন অংশে মিষ্টি স্বাদ অনুভূত হয়?
[A] পশ্চাদভাগে
[B] মধ্যভাগে
[C] পার্শ্বভাগে
[D] অগ্রভাগে
উত্তরঃ [D] অগ্রভাগে
4. হৃদপিন্ডের আবরণ কে কি বলে?
[A] পেরিকার্ডিয়াম
[B] পেরিটোনিয়াম
[C] প্লুরা মেমব্রেন
[D] হাইলাম
উত্তরঃ [A] পেরিকার্ডিয়াম
5. মানুষের ক্ষেত্রে সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি?
[A] ২১ জোড়া
[B] ১২ জোড়া
[C] ৩১ জোড়া
[D] ৩২ জোড়া
উত্তরঃ [C] ৩১ জোড়া
6. কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া?
[A] অ্যানিলিডা
[B] আর্থোপোডা
[C] কর্ডাটা
[D] নিমাটোডা
উত্তরঃ [A] অ্যানিলিডা
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৩
7. সবচেয়ে বড় লসিকাগ্রন্থি কোনটি?
[A] কুচকি
[B] টনসিল
[C] প্লীহা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [C] প্লীহা
8. বজ্রের ঝলক দেখার 3 সেকেন্ড পরে শব্দ শোনা গেল। বজ্রপাতের স্থান থেকে শ্রোতার দূরত্ব কত? (শব্দের বেগ = 332 m/s)
[A] 332 m
[B] 110.67 m
[C] 996 m
[D] 1000 m
উত্তরঃ [C] 996 m
9. নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
[A] 1745 খ্রিস্টাব্দে
[B] 1739 খ্রিস্টাব্দে
[C] 1788 খ্রিস্টাব্দে
[D] 1737 খ্রিস্টাব্দে
উত্তরঃ [B] 1739 খ্রিস্টাব্দে
10. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কি?
[A] সুপিরিয়র হ্রদ
[B] ভিক্টোরিয়া হ্রদ
[C] কাস্পিয়ান সাগর
[D] কোনোটিই
উত্তরঃ [A] সুপিরিয়র হ্রদ
11. A ওজনের একটি বস্তু B ওজনের জল অপসারিত করে। যদি বস্তুটি জলে ডুবে যায় তাহলে কোনটি সঠিক?
[A] A = B
[B] A > B
[C] A < B
[D] A ≥ B
উত্তরঃ [B] A > B
12. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
[A] ভিটামিন E
[B] ভিটামিন K
[C] ভিটামিন D
[D] ভিটামিন A
উত্তরঃ [C] ভিটামিন D
13. কোন্ ধাতব মৌলটি ভিটামিন B12-এর একটি উপাদান?
[A] লোহা
[B] ম্যাগনেসিয়াম
[C] কোবাল্ট
[D] তামা
উত্তরঃ [C] কোবাল্ট
14. পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষার কোনগুলি?
[A] অ্যাডেনিন ও থাইমিন
[B] গুয়ানিন ও থাইমিন
[C] গুয়ানিন ও সাইটোসিন
[D] অ্যাডেনিন ও গুয়ানিন
উত্তরঃ [D] অ্যাডেনিন ও গুয়ানিন
15. পাখি কোন প্রকৃতির?
[A] ইউরোটৈলিক
[B] অ্যামিনোটেলিক
[C] ইউরিকোটেলিক
[D] গুয়ানোটেলিক
উত্তরঃ [C] ইউরিকোটেলিক
16. খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে কোনটি সঠিক?
[A] উৎপাদক-প্রাথমিক খাদক-গৌণ খাদক-প্রগৌন খাদক
[B] উৎপাদক-প্রগৌন খাদক-গৌণ খাদক-সর্বোচ্চ খাদক
[C] প্রাথমিক খাদক-উৎপাদক-বিয়োজক-গৌণ খাদক
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] উৎপাদক-প্রাথমিক খাদক-গৌণ খাদক-প্রগৌন খাদক
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. আদর্শ ভোল্টমিটারের রোধ কত?
[A] শূন্য
[B] অসীম
[C] খুব নিম্নমানের
[D] খুব উচ্চমানের
উত্তরঃ [B] অসীম
18. সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?
[A] জ্যানসন ও জ্যানসন
[B] লিওয়েন হক
[C] জোহান মেন্ডেল
[D] রবার্ট হুক
উত্তরঃ [B] লিওয়েন হক
19. রিজার্ভ ব্যাংকে গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
[A] রাষ্ট্রপতি
[B] উপরাষ্ট্রপতি
[C] প্রধানমন্ত্রী
[D] কেন্দ্র সরকার
উত্তরঃ [D] কেন্দ্র সরকার
20. “Mein Kampf” আত্মজীবনিটি কার লেখা?
[A] অ্যাডলফ হিটলার
[B] জে কে রাউলিং
[C] কাল মার্কস
[D] মাইকেল জ্যাকসন
উত্তরঃ [A] অ্যাডলফ হিটলার
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇