এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 9
1. ‘কোয়াসারভেট’ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
[A] হ্যালডেন
[B] মিলার
[C] ওপারিন
[D] উরে
উত্তরঃ [C] ওপারিন
2. ‘কলসপত্রী উদ্ভিদে পতঙ্গ বসলে সেটি উদ্ভিদ দ্বারা আটকা পড়ে’ – এটি কোন ধরনের চলন?
[A] জিওট্রপিক
[B] সিসমোন্যাস্টিক
[C] কেমোন্যাস্টিক
[D] থার্মোন্যাস্টিক
উত্তরঃ [C] কেমোন্যাস্টিক
3. ভারতীয় সিংহের বৈজ্ঞানিক নাম কি?
[A] Panthera leo persica
[B] Periplaneta americana
[C] Panthera leo leo
[D] Panthera leo linn
উত্তরঃ [A] Panthera leo persica
4. আলুতে সবুজ রং হয় কিসের জন্য?
[A] জ্যান্থোফিল
[B] সোলেনিন
[C] বিটানোন
[D] ক্যারোটিন
উত্তরঃ [B] সোলেনিন
5. ফণীমনসার কান্ড কে কি বলা হয়?
[A] মৃদগতকান্ড
[B] পর্ণকান্ড
[C] গ্রন্থিকান্ড
[D] পর্ণবৃন্ত
উত্তরঃ [B] পর্ণকান্ড
6. আম্লিক দ্রবণে মিথাইল অরেঞ্জ -এর বর্ণ কি হয়?
[A] গোলাপি লাল
[B] হলুদ
[C] কমলা
[D] নীল
উত্তরঃ [A] গোলাপি লাল
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৮
7. নিউট্রনবিহীন পরমাণু কোনটি?
[A] প্রোটিয়াম
[B] ডয়টেরিয়াম
[C] ট্রাইটিয়াম
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] প্রোটিয়াম
8. তারামাছের গমনাঙ্গের নাম কি?
[A] সিটা
[B] ম্যালপিজিয়ান নালিকা
[C] নালিপদ
[D] মাংশল পদ
উত্তরঃ [C] নালিপদ
9. সবচেয়ে লম্বা কলা কোনটি?
[A] মাংসপেশি
[B] রক্ত
[C] চামড়া
[D] মস্তিষ্কের কলা
উত্তরঃ [D] মস্তিষ্কের কলা
10. কোনটি চোখকে গোল আকার প্রদান করে?
[A] আকুয়াস হিউমর
[B] ভিট্রিয়াস হিউমর
[C] লেন্স
[D] সিলিয়ারি পেশি
উত্তরঃ [B] ভিট্রিয়াস হিউমর
11. ফ্যালোপিয়ান টিউবে ডিম্বাণুর জীবনকাল কতদিন হয়?
[A] ১/২ দিন
[B] ১ দিন
[C] ২ দিন
[D] ৩ দিন
উত্তরঃ [C] ২ দিন
12. মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলা হয়?
[A] ইমিওটিক স্যাক
[B] প্লুরা মেমব্রেন
[C] গ্লিসন ক্যাপসুল
[D] মেনিনজয়েড
উত্তরঃ [D] মেনিনজয়েড
13. কেবস্ চক্র কোথায় সম্পন্ন হয়?
[A] মাইটোকনড্রিয়া
[B] নিউক্লিয়াস
[C] গলগি বডি
[D] সেন্ট্রোজোম
উত্তরঃ [A] মাইটোকনড্রিয়া
14. মানুষের জিভের কোন অংশে তেতো স্বাদ অনুভূত হয়?
[A] অগ্রভাগ
[B] পশ্চাদভাগ
[C] মধ্যভাগ
[D] পার্শ্বভাগ
উত্তরঃ [B] পশ্চাদভাগ
15. ‘ক্যানাল রশ্মি’ বলা হয় কোন রশ্মিকে?
[A] α রশ্মি
[B] β রশ্মি
[C] অ্যানোড রশ্মি
[D] ক্যাথোড রশ্মি
উত্তরঃ [C] অ্যানোড রশ্মি
16. কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
[A] অ্যামোনিয়া
[B] ইউরিয়া
[C] হাইড্রোজেন সালফাইড
[D] অ্যামোনিয়াম সালফেট
উত্তরঃ [B] ইউরিয়া
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. ইথারের কার্যকরী মূলক কোনটি?
[A] −OH
[B] − C = O
[C] −O−
[D] −COOH
উত্তরঃ [C] −O−
18. রামধনু কি কারণে হয়?
[A] প্রতিসরণ
[B] প্রতিফলন
[C] বিচ্ছুরণ
[D] অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন
উত্তরঃ [C] বিচ্ছুরণ
19. কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি?
[A] আফগানিস্তান
[B] ভারত
[C] জাপান
[D] ভূটান
উত্তরঃ [D] ভূটান
20. সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
[A] পুরুলিয়া
[B] মালদা
[C] দক্ষিণ 24 পরগনা
[D] বীরভূম
উত্তরঃ [C] দক্ষিণ 24 পরগনা
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇