এক নজরে
ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM GNM Practice Set 10
1. উদ্ভিদের চলন প্রধানত কয় প্রকার?
[A] ১ প্রকার
[B] ২ প্রকার
[C] ৩ প্রকার
[D] ৪ প্রকার
উত্তরঃ [C] ৩ প্রকার
2. মানব শরীরের ‘দ্বিতীয় মস্তিষ্ক’ কাকে বলা হয়?
[A] গুরুমস্তিষ্ক
[B] সুষুম্নাকাণ্ড
[C] লঘুমস্তিষ্ক
[D] হাইপোথ্যালামাস
উত্তরঃ [B] সুষুম্নাকাণ্ড
3. পাতাঝাঁজি তে কি ধরনের পরাগযোগ দেখা যায়?
[A] বায়ুপরাগী
[B] জলপরাগী
[C] পতঙ্গপরাগী
[D] পক্ষীপরাগী
উত্তরঃ [B] জলপরাগী
4. দাবা কলমের সাহায্যে অঙ্গজ জনন করা হয় কোন গাছে?
[A] আম
[B] লেবু
[C] লিচু
[D] পেয়ারা
উত্তরঃ [B] লেবু
5. কোন প্রোটিনের অভাবে থ্যালাসেমিয়া রোগ হয়?
[A] গ্লোবিন
[B] মায়োসিন
[C] কেরাটিন
[D] থাইমিন
উত্তরঃ [A] গ্লোবিন
6. জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন?
[A] রবার্ট কোচ
[B] আলেকজান্ডার ফ্লেমিং
[C] এডওয়ার্ড জেনার
[D] লুই পাস্তুর
উত্তরঃ [D] লুই পাস্তুর
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৯
7. পটকা বিহীন মাছের উদাহরণ?
[A] হাঙর
[B] রুই
[C] কাতলা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] হাঙর
8. মেন্ডেল বর্ণিত চরিত্রের জন্য দায়ী ‘ফ্যাক্টর’ কে জিন নামে অভিহিত করেন কোন বিজ্ঞানী?
[A] হুগো দ্য ভ্রিস
[B] ডারউইন
[C] মরগ্যান
[D] জোহানসেন
উত্তরঃ [D] জোহানসেন
9. ক্ষুদ্রান্তের দীর্ঘতম অংশ কোনটি?
[A] ইলিয়াম
[B] জেজুনাম
[C] ডিওডেনাম
[D] ভিলাই
উত্তরঃ [A] ইলিয়াম
10. কোনটি কোরকোদগমের মাধ্যমে বংশবৃদ্ধি করে?
[A] ইস্ট
[B] পেনিসিলিয়াম
[C] প্ল্যানেরিয়া
[D] হাইড্রা
উত্তরঃ [A] ইস্ট
11. সপুষ্পক উদ্ভিদের কি ধরনের জনন দেখা যায়?
[A] আইসোগ্যামি
[B] আনাইসোগ্যামি
[C] উগ্যামি
[D] রেনু উৎপাদন
উত্তরঃ [C] উগ্যামি
12. ইনজেকশন দেওয়ার জন্য কি জল ব্যবহৃত হয়?
[A] আয়নমুক্ত জল
[B] পাতিত জল
[C] মৃদু জল
[D] খর জল
উত্তরঃ [B] পাতিত জল
13. যে পাত্রে তড়িদবিশ্লেষণ করা হয় তাকে কি বলে?
[A] হাইগ্রোমিটার
[B] থার্মোমিটার
[C] ভোল্টামিটার
[D] অ্যামমিটার
উত্তরঃ [C] ভোল্টামিটার
14. পরমশূন্য তাপমাত্রার মান কত?
[A] 0° C
[B] 273° C
[C] -273° C
[D] 273 K
উত্তরঃ [C] -273° C
15. কম্পাঙ্কের একক কি?
[A] সেকেন্ড
[B] মিটার
[C] মিটার/ সেকেন্ড
[D] সাইকেলস্/ সেকেন্ড
উত্তরঃ [D] সাইকেলস্/ সেকেন্ড
16. দার্শনিকের উল কাকে বলে?
[A] ZnO
[B] CaO
[C] MgO
[D] FeO
উত্তরঃ [A] ZnO
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇
17. 10 Ω এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। এর সাথে 20 V এর একটি ব্যাটারি লাগানো হল। এখন বর্তনীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে?
[A] 0.5 A
[B] 1 A
[C] 2 A
[D] 4 A
উত্তরঃ [D] 4 A
18. “জাল্লিকাট্টু” উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়?
[A] ত্রিপুরা
[B] পাঞ্জাব
[C] তামিলনাড়ু
[D] মনিপুর
উত্তরঃ [C] তামিলনাড়ু
19. কোন দেশ বিশ্বের চিনি উৎপাদনে প্রথম?
[A] ব্রাজিল
[B] ভারত
[C] কিউবা
[D] চীন
উত্তরঃ [A] ব্রাজিল
20. ‘আজাদ হিন্দ ফৌজ’-এর প্রতিষ্ঠাতা কে?
[A] সুভাষচন্দ্র বসু
[B] শাহনওয়াজ খান
[C] রাসবিহারী বসু
[D] ক্যাপ্টেন মোহন সিং
উত্তরঃ [C] রাসবিহারী বসু
ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇