পরীক্ষা প্রস্তুতি

ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১২

Advertisement

ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM GNM Practice Set 12

1. শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয় তাকে কি বলে?

[A] স্পার্মাটোজেনেসিস
[B] ঊজেনেসিস
[C] গ্যামেটোজেনেসিস
[D] সিনজেনেসিস

উত্তরঃ [A] স্পার্মাটোজেনেসিস

2. কোন উৎসেচকটি লালা রসে উপস্থিত থাকে?

[A] পেপসিন
[B] টায়ালিন
[C] ট্রিপসিন
[D] রেনিন

উত্তরঃ [B] টায়ালিন

3. নিউরনের কোন অংশে মায়োলিন সিদ্ অবস্থিত?

[A] অ্যাক্সন
[B] ডেনড্রন
[C] সাইন্যাপস্
[D] কোশদেহ

উত্তরঃ [A] অ্যাক্সন

4. কোনটি পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু?

[A] লাইসোজোম
[B] রাইবোজোম
[C] নিউক্লিয়াস
[D] সবগুলি

উত্তরঃ [B] রাইবোজোম

5. চোখের কোন অংশে সব থেকে উজ্জ্বল প্রতিবিম্ব তৈরি হয়?

[A] রেটিনা
[B] অন্ধবিন্দু
[C] কর্নিয়া
[D] পীতবিন্দু

উত্তরঃ [D] পীতবিন্দু

6. কোন বর্ণের আলোর সালোকসংশ্লেষ বেশি হয়?

[A] লাল ও নীল
[B] লাল ও সবুজ
[C] নীল ও সবুজ
[D] হলুদ ও নীল

উত্তরঃ [A] লাল ও নীল

আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১১

7. ক্রোমোজোম কত প্রকার?

[A] ২ প্রকার
[B] ৩ প্রকার
[C] ৪ প্রকার
[D] ৫ প্রকার

উত্তরঃ [A] ২ প্রকার

8. সবচেয়ে দীর্ঘ উদ্ভিদকোশ কোনটি?

[A] রেমির তন্তুকোশ
[B] রাবারের তন্তুকোশ
[C] বাঁশের তন্তুকোশ
[D] পাটের তন্তুকোশ

উত্তরঃ [A] রেমির তন্তুকোশ

9. যে বৃক্ষে পুং এবং স্ত্রী উভয় প্রকার ফুল জন্মায় তাকে কি বলে?

[A] মনোসিয়াস ‌
[B] ডিওসিয়াস
[C] মনোসমাস
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] মনোসিয়াস ‌

10. কোনটি ওরাল ভ্যাকসিন?

[A] TAB
[B] DPT
[C] OPV
[D] BCG

উত্তরঃ [C] OPV

11. বস্তুর তাপগ্রাহিতা = বস্তুর ভর ×____

[A] আপেক্ষিক তাপ
[B] জলসম
[C] বস্তুর তাপমাত্রা
[D] জলের স্ফুটনাঙ্ক

উত্তরঃ [A] আপেক্ষিক তাপ

ANM GNM Practice Set 2024

12. 1 মেগাওয়াট = ?

[A] 10³ W
[B] 10⁶ W
[C] 10⁹ W
[D] 10-9 W

উত্তরঃ [B] 10⁶ W

13. সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র অবস্থিত ছিল?

[A] লোথাল
[B] মহেঞ্জোদারো
[C] কালিবঙ্গান
[D] হরপ্পা

উত্তরঃ [B] মহেঞ্জোদারো

14. যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য কোন টিকা দেওয়া হয়?

[A] BCG
[B] DPT
[C] OMP
[D] BOP

উত্তরঃ [A] BCG

15. দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়?

[A] ক্রীড়া সম্পাদকদের
[B] আম্পায়ারদের
[C] প্রশিক্ষকদের
[D] ক্রীড়াবিদদের

উত্তরঃ [C] প্রশিক্ষকদের

16. কোন হরমোনের কারণে হৃদস্পন্দন বেড়ে যায়?

[A] থাইরক্সিন
[B] অ্যাড্রিনালিন
[C] ইনসুলিন
[D] টেস্টোস্টেরন

উত্তরঃ [B] অ্যাড্রিনালিন

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

ANM GNM Practice Set 2024

17. নিম্নের কোন উদ্ভিদের মূল থাকে না?

[A] ইকরনিয়া
[B] মনোচোরিয়া
[C] পিস্টিয়া
[D] সেরাটোফাইলাম

উত্তরঃ [D] সেরাটোফাইলাম

18. শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে কোনটি?

[A] রাইজোবিয়াম
[B] অ্যাজোটোব্যাকটর
[C] সিউডোমোনাস
[D] মাইকোরাইজা

উত্তরঃ [A] রাইজোবিয়াম

19. কোন যন্ত্রের সাহায্যে কোশের তড়িৎচালক বল মাপা হয়?

[A] অ্যামমিটার
[B] ভোল্টমিটার
[C] গ্যালভানোমিটার
[D] পোটেনসিওমিটার

উত্তরঃ [D] পোটেনসিওমিটার

20. মাইথন বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?

[A] ঝাড়খন্ড
[B] পশ্চিমবঙ্গ
[C] বিহার
[D] উত্তর প্রদেশ

উত্তরঃ [A] ঝাড়খন্ড

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇

ANM GNM Practice Set 2024

Related Articles