পরীক্ষা প্রস্তুতি

ANM GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৩

Advertisement

ANM GNM Practice Set 2024: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Exam Bangla Publication -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

ANM GNM Practice Set 2024

ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Category – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

ANM GNM Practice Set in Bengali

ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

ANM GNM Practice Set 13

1. অ্যামাইনো অ্যাসিড কোনটির মুখ্য উপাদান?

[A] প্রোটিন
[B] লিপিড
[C] ভিটামিন
[D] শর্করা

উত্তরঃ [A] প্রোটিন

2. ভারতের সর্বপ্রথম কোন রাজ্য বায়ুশক্তিকে যান্ত্রিক ও বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করেছিল?

[A] গোয়া
[B] কেরালা
[C] মহারাষ্ট্র
[D] পশ্চিমবঙ্গ

উত্তরঃ [C] মহারাষ্ট্র

3. কোন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয়?

[A] অবাত শ্বসন
[B] সবার শ্বসন
[C] কোহল সন্ধান
[D] A ও B উভয়ই

উত্তরঃ [C] কোহল সন্ধান

4. জলে BOD মাত্রা বৃদ্ধি কোনটি নির্দেশ করে?

[A] জলে কার্বন-ডাই-অক্সাইড কম
[B] জলে অতিরিক্ত খনিজের উপস্থিতি
[C] বিশুদ্ধ জল
[D] দূষিত জল

উত্তরঃ [D] দূষিত জল

5. দুটি সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়?

[A] ডিপ্লোজোম
[B] রাইবোজোম
[C] লাইসোজোম
[D] কাইনোপ্লাজম

উত্তরঃ [A] ডিপ্লোজোম

6. উদ্ভিদদেহে সঞ্চয়ী অঙ্গে কখন খাদ্য সঞ্চিত হয়?

[A] যখন উদ্ভিদের বৃদ্ধি ঘটে না
[B] ফল ধরার সময়
[C] ফুল ফোটার সময়
[D] উদ্ভিদের বৃদ্ধির সময়

উত্তরঃ [A] যখন উদ্ভিদের বৃদ্ধি ঘটে না

আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১২

7. ‘আর্কিওপটেরিক্স’ কোন প্রাণী গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে?

[A] পক্ষী ও স্তন্যপায়ী
[B] সরীসৃপ ও পক্ষী
[C] উভচর ও সরীসৃপ
[D] উভচর ও পক্ষী

উত্তরঃ [B] সরীসৃপ ও পক্ষী

8. সোয়াবিনের উৎপাদন বৃদ্ধিতে কোন অনুজীব ব্যবহার করা হয়?

[A] অ্যানাবিনা
[B] সাইকাস
[C] ক্ল্যাভারিয়া
[D] এন্ডোগন

উত্তরঃ [A] অ্যানাবিনা

9. এনার্জি কারেন্সি কাকে বলে?

[A] NADP
[B] ATP
[C] NADPH
[D] RuBP

উত্তরঃ [B] ATP

10. নারকেলের কোন অংশ আমরা খাই?

[A] ভ্রুণকোশ
[B] পুষ্পাক্ষ
[C] টেস্টা
[D] এরিল

উত্তরঃ [A] ভ্রুণকোশ

11. বাষ্পমোচনে নির্গত জলীয় বাষ্পে কি থাকে?

[A] খনিজ আয়ন
[B] লবণ
[C] বিশুদ্ধ জল
[D] দ্রবীভূত পুষ্টি পদার্থ

উত্তরঃ [C] বিশুদ্ধ জল

ANM GNM Practice Set 2024

12. শ্বসন কখন ঘটে?

[A] দিনে
[B] রাতে
[C] দুপুরে
[D] দিনরাত

উত্তরঃ [D] দিনরাত

13. লেন্সের প্রোটিন নষ্ট হয়ে গেলে কোন রোগের সৃষ্টি হয়?

[A] মায়োপিয়া
[B] ক্যাটারাক্ট
[C] হাইপারমেট্রোপিয়া
[D] অ্যাস্টিগম্যাটিজম

উত্তরঃ [B] ক্যাটারাক্ট

14. পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা কটি?

[A] ১২ টি
[B] ১৪ টি
[C] ২৩ টি
[D] ২৪ টি

উত্তরঃ [C] ২৩ টি

15. ইয়ং গুণাঙ্ক কার বৈশিষ্ট্য?

[A] কঠিন
[B] তরল
[C] গ্যাস
[D] সবগুলি

উত্তরঃ [A] কঠিন

16. বেরিলিয়াম ধাতুকে আলফা কণা দ্বারা আঘাত করলে কোন কণাটি নির্গত হয়?

[A] প্রোটন
[B] মেসন
[C] ইলেকট্রন
[D] নিউট্রন

উত্তরঃ [D] নিউট্রন

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

ANM GNM Practice Set 2024

17. বায়ুতে কোনো সুরশলাকা 1.7 মিটার তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন করে কম্পিত হচ্ছে। বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে সুরশলাকার কম্পাঙ্ক কত?

[A] 578 Hz
[B] 200 Hz
[C] 996 Hz
[D] 340 Hz

উত্তরঃ [B] 200 Hz

18. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি?

[A] হিন্দু পত্রিকা
[B] বেঙ্গল গেজেট
[C] অমৃতবাজার পত্রিকা
[D] সমাচার দর্পণ

উত্তরঃ [B] বেঙ্গল গেজেট

19. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কে কি বলে?

[A] সাইক্লোন
[B] টর্নেডো
[C] টাইফুন
[D] হারিকেন

উত্তরঃ [C] টাইফুন

20. স্থানান্তর কৃষিকাজ পদ্ধতি ভারতে কি নামে পরিচিত?

[A] ঝুম
[B] তৈগা
[C] লাডং
[D] উদ্যান

উত্তরঃ [A] ঝুম

ANM GNM পরীক্ষার সব আপডেটের জন্য আমাদের WhatsApp Group জয়েন করুন 👇👇

ANM GNM Practice Set 2024

Related Articles