আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.- Nil
পদের নাম- Post Graduate Teacher (PGT)/ Trained Graduate Teacher (TGT)/ Primary Teacher (PRT)
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- English, Physics, Chemistry, Mathematics, Physical Education, Accountency, Political science, Music সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে Graduation/ B.Ed/ D.E.Ed/ MA/PG করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- Special Educator
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্র্যাজুয়েশন পাশ সহ স্পেশাল এডুকেশনে বিএড করা থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
[quads id=10]
পদের নাম- Counsellor
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান ফিলোজফিতে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Principal, Army Public School Ahmednagar, C/o AC Centre And School, Ahmednagar- 414002.
আবেদনের শেষ তারিখ- ১০ জানুয়ারি, ২০২৩
[quads id=10]
Official Notification: Download Now
Application Form: Download Now








