২১ বছর বয়সে UPSC উত্তীর্ণ: লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে অতিক্রম করা যায়। আবারও সেই কথা প্রমাণ করলেন মহারাষ্ট্রের ছেলে আনসার শেখ। প্রথমবার ইউপিএসসি (UPSC) পরীক্ষা দিয়েই সাফল্য এনেছেন তিনি। মাত্র ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ আইএএস (IAS) অফিসারের গল্প নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বর্তমান শিক্ষার্থীদের।
মহারাষ্ট্রের জালনা গ্রামের বাসিন্দা আনসার শেখ। ছোটবেলা থেকেই মেধাবি ছাত্র আনসার। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় পেয়েছিলেন ৯১ শতাংশ নম্বর। এরপর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তিনি ভর্তি হন পুনের ফার্গুসন কলেজে। রাষ্ট্রবিজ্ঞানে ৭৩ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হন আনসার। পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেন তিনি। টানা তিন বছর ধরে বারো ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেন। পরীক্ষার জন্য কোচিং নিলেও অর্থাভাব বাধা হয়ে দাঁড়ায়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোচিংয়ের তরফে ফি ছাড় দেওয়া হয় তাঁকে। দীর্ঘ অধ্যাবসায়ের পর পরীক্ষায় বসেন আনসার। আর প্রথম বারের চেষ্টায় ৩৬১ তম স্থান পেয়ে উত্তীর্ণ হন তিনি।
আরও পড়ুনঃ GNM চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর
আনসারের বাবা ইউনুস শেখ আহমেদ পেশায় অটোচালক। ছোটবেলা থেকেই পারিবারিক দারিদ্র্যতার মাঝে বড়ো হয়েছেন আনসার। আর্থিক সমস্যার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতেও বলা হয়েছিল তাঁকে। তবে মেধাবী পড়ুয়ার পড়াশোনা যাতে বন্ধ না হয় শিক্ষকরা তার অনুরোধ জানান আনসারের বাবাকে। এরপর কঠিন পরিশ্রম, মেধা ও মনের জোরে ইউপিএসসির লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে দুর্দান্ত রেজাল্ট করে চমক লাগিয়ে দেন আনসার শেখ। মাত্র ২১ বছর বয়সে এহেন নজরকাড়া সাফল্য এনে নজির গড়েছেন তিনি।