চাকরির খবর

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

Advertisement

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয় ভিত্তিক পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক ও প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে? শিক্ষাগত যোগ্যতা? বয়স সীমা? আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য রইলো আপনাদের জন্য। Ballygunge Kendriya Vidyalaya Recruitment 2021.

পদের নাম- পোস্ট গ্র্যাজুয়েট টিচার।
বিষয়- হিন্দি, ইংরেজি, রসায়নবিদ্যা, অংক।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রী পাশ। B.ed করে থাকতে হবে। হিন্দি এবং ইংরেজী ভাষায় কথা বলায় দক্ষ হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ২৭,৫০০/- টাকা।

পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ- ক্লিক করুন

পদের নাম- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার
বিষয়- ইংরেজি, হিন্দি, সংস্কৃত, অংক, বিজ্ঞান এবং সমাজবিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ। B. ed থাকতে হবে। হিন্দি এবং ইংরেজী মাধ্যমে CTET পাশ করে থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ২৬,২৫০/- টাকা।

পদের নাম- প্রাথমিক শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা- ৫০ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে দু’বছরের D.EL.Ed কোর্স অথবা B. ed কোর্স করে থাকতে হবে। হিন্দি এবং ইংরেজী মাধ্যমে CTET পাশ করে থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ২১,২৫০/- টাকা।

কলকাতা পুলিশে আবেদন শুরু হলো- ক্লিক করুন

পদের নাম- যোগা শিক্ষক (ব্যায়াম শিক্ষক)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যোগা নিয়ে স্নাতক পাশ এবং যোগা (Yoga) নিয়ে এক বছরের ট্রেনিং করে থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ২১,২৫০/- টাকা।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ৩১/০৩/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।

অনলাইনে স্ক্রিনিং টেস্টের তারিখ এবং সময়-
পোস্ট গ্র্যাজুয়েট টিচার- ২৬/০৭/২০২১, দুপুর ১২.৩০ থেকে ১ টা।
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এবং Yoga শিক্ষক- ২৬/০৭/২০২১, দুপুর ২ টা থেকে ২.৩০ পর্যন্ত।
প্রাথমিক শিক্ষক- ২৬/০৭/২০২১, বিকেল ৩.৩০ থেকে ৪ টা পর্যন্ত।

কলকাতা পাওয়ার গ্রীডে নিয়োগ চলছে- ক্লিক করুন

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে Google Form -এর মাধ্যমে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৪ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত।

ইন্টারভিউয়ের স্থান- Kendriya Vidyalaya Ballygunge, Ballygunge Maidan Camp, Ballygunge Circular Road, Kolkata- 700019

Registration Link

Official Website

Related Articles