রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে কর্মখালির বিজ্ঞাপন প্রকাশিত। রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের তরফে শুরু হল নিয়োগ কর্মসূচি। বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। অফিসিয়াল ওয়েবসাইটে সেই বিস্তারিত বিবরণ-সহ অনলাইনে আবেদন আরম্ভ হয়েছে। আবেদন জানানো যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোট ২৫টি শূন্যপদে নিয়োগ কার্য চলবে। সেলস, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সেলস, অফিসার, এবং জুনিয়র অফিসার ট্রাভেল পদে কর্মী নেবে সংস্থা। তবে শূন্যপদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
আবেদন যোগ্যতা- ১) সংস্থার তরফে জানানো হয়েছে, আবেদনকারীর প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ২) প্রার্থীদের নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য। ৩) আবেদনকারীদের পেশাদারি অভিজ্ঞতাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ৪) অন্যান্য দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে যোগা ইন্সট্রাক্টর নিয়োগ
নিয়োগ পদ্ধতি- আবেদন জানানোর জন্য প্রার্থীদের সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। যোগ্যদের বেছে নেওয়া হবে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে। যেমন, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও বিশাখাপত্তনমে। আপাতত বিভিন্ন পদের পারিশ্রমিক নির্দিষ্ট করা হয়নি। তবে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে পারিশ্রমিক স্থির করবে সংস্থা। এছাড়া, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Official Notification: Download Now
Official Website: Apply Now
News Source: Anandabazar Patrika Online