রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে বন্ধন ব্যাংকে ব্রাঞ্চ রিলেশনশিপ হেড ও কাস্টমার সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে পুরুষ মহিলা উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
পদের নাম- Branch Relationship Head, Coustomer Service Officer
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা গ্ৰ্যাজুয়েশন পাশ করে থাকতে হবে সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৬,০০০/- টাকা থেকে ২৪,০০০/- টাকা।
চাকরির খবরঃ দুর্গাপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ
[quads id=10]
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে উল্লেখিত বিজ্ঞপ্তির নিরিখে প্রার্থীদের আবেদন করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট ( Xerox And Original )
২) বায়োডাটা
৩) পেন কার্ড/ আধার কার্ড ( Xerox And Original )
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।
Note: এই কর্মসংস্থানের প্রতিবেদনটি কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট (NCS) পোর্টালে উল্লেখিত বিজ্ঞপ্তির ভিত্তিতে তুলে ধরা হলো।
Official Notification: Click Here
Official Website: Click Here








