সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সিটেট উত্তীর্ণ প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আর এবার এই আন্দোলনে তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে অংশগ্রহণ করলো ‘বাংলা পক্ষ’।
রাজ্যের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, সিটেট উত্তীর্ণদের সুযোগ দেওয়ার ফলে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। বিলম্বিত হচ্ছে তাঁদের নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীদের অভিযোগ, এই সাড়ে ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য যে হারে প্রার্থী সংখ্যা বাড়ছে তাতে ক্রমশই প্রতিযোগিতা বাড়ছে তাঁদের জন্য। এদিকে সূত্রের খবর, সিটেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত পর্ষদের নির্দেশিকা বিভ্রান্তিকর। তবে ইতিমধ্যেই আবেদন জমা করেছেন প্রচুর সংখ্যক সিটেট উত্তীর্ণ প্রার্থী।
অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর ফের নতুন করে আবেদন গৃহীত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া যে আরও বিলম্বিত হবে তারই আশঙ্কা করছেন চাকরিপ্রার্থীরা। এর আগে সূত্র মারফত জানা গিয়েছিল, সিটেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন রাজ্যের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এবার রাণুছায়া মঞ্চে একই ঘটনার প্রতিবাদে তাঁদের সাথে বিক্ষোভে সামিল হলো ‘বাংলা মঞ্চ’।
চাকরির খবরঃ রাজ্যের বিধাননগর পৌরসভায় কর্মী নিয়োগ
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় টেট (সিটেট) উত্তীর্ণ প্রার্থীরা এ রাজ্যের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারলেও এবার থেকে হাইকোর্টের নির্দেশে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে তাঁদের। প্রাথমিক শিক্ষা পর্ষদও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, সিটেট উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেবে পর্ষদ। তাঁদের জন্য আলাদা পোর্টাল খুলে রেজিস্ট্রেশনও শুরু করা হবে। নেওয়া হবে ইন্টারভিউ। এছাড়া সিটেট উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরুর উদ্দেশ্যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা করার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।