চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ, আবেদন চলবে ৮ আগস্ট পর্যন্ত

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্যে আবারও নতুন করে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলো। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক ও মিউনিসিপ্যালিটি এলাকার বাংলা সহায়তা কেন্দ্র গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

চাকরির খবর: মাধ্যমিক পাশে পোস্ট অফিসের চাকরি

Bangla Sahayata Kendra Recruitment 2021. Apply for Bangla Sahayata Kendra (BSK). BSK new Online form fillup 2021.

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ- সি)।
মোট শূন্যপদ- প্রায় ১০০০
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বয়স সীমা- বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। SC/ ST/ OBC শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা ৪৩ বছর।

চাকরির খবর: ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- বাংলা সহায়তা কেন্দ্রের (BSK) ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো।
আবেদনকারীর স্বাক্ষর।
জন্মের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট)।
শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট।
আধার কার্ড।
জাতিগত শংসাপত্র (SC/ ST/ OBC প্রার্থীদের ক্ষেত্রে)।

অনলাইনে আবেদন করার সময় উপরোক্ত ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ডকুমেন্ট ফাইল গুলির সাইজ হতে হবে ৫০ কেবির মধ্যে। ফাইলগুলির ফরমেট হতে হবে JPG/ PNG.

চাকরির খবর: মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

নিয়োগ পদ্ধতি- সরাসরি Walk- in- Interview -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

BSK Interview Date- Click Here

আবেদন শুরুঃ ০২/০৮/২০২১
আবেদন শেষঃ ০৮/০৮/২০২১

Official Notification: Click Here
Official Website: Click Here
Online Apply Link: Click Here

[quads id=10]

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ