ব্যাঙ্ক অফ বরোদাতে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No. –
পদের নাম – Relationship Manager
মোট শূন্যপদ – ২০ টি। (SC – ২টি, ST – ৫টি, OBC – ১৩টি।)
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। অর্থনীতির যেকোনো বিষয়ে নূন্যতম ১ বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – ৭৬,০১০ টাকা।
পদের নাম – Credit Analyst
মোট শূন্যপদ – ৭৪ টি। (SC – ১৮টি, ST – ১০টি, OBC – ২০টি, EWS – ১০টি, UR – ১৬টি।)
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই অর্থনীতির যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – ৬৩,৮৪০ টাকা।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩১৯০ পদে বিরাট নিয়োগ
পদের নাম – Forex Acquisition and Relationship Manager
মোট শূন্যপদ – ১৭ টি। (SC – ৩টি, ST – ২টি, OBC – ৫টি, EWS – ২টি, UR – ৫টি।)
শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সেলস এবং মার্কেটিং সংক্রান্ত যেকোনো বিষয়ে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে প্রার্থীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা রাখতে হবে।
মাসিক বেতন – ৪৮,১৭০ টাকা।
বয়সসীমা – এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৪ বছর থেকে ৪২ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে উক্ত পদগুলিতে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট www.bankofbaroda.co.in এ গিয়ে (Career Page Current Opportunities section) থেকে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ – ১৭ মে, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Apply Now