চাকরির খবর

বাঁকুড়া জেলায় বিপুল শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, আজ থেকে শুরু হল আবেদন প্রক্রিয়া

রাজ্যে বিপুল পরিমান শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল। প্রায় ৭০০ শূন্যপদে বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল বাঁকুড়া জেলা প্রশাসন। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে মোট ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ব্লক ভিত্তিক ভাবে শূন্যপদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা
মোট শূন্যপদ— প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে শূন্যপদ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মী

নিয়োগ পদ্ধতি— লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

লিখিত পরীক্ষার সিলেবাস

■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর

প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী লিখিত আমাদের বইটি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন 👇👇

অঙ্গনওয়াড়ি কর্মী

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। এরজন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এরপর সেই আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে নিজের সই করে নিতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রে করে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা— ছুটির দিন ছাড়া প্রতি সরকারি কাজের দিনে প্রার্থীদের নিজের সংশ্লিট এসডিপিও অফিসে গিয়ে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ— ১৬ আগস্ট, ২০২৪।

অঙ্গনওয়াড়ি কর্মী

Official Notification: Download Now
Application Form: Download Now

Related Articles