চাকরির খবর

শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি

Advertisement

পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট এ বিভিন্ন পদে লোক নিয়োগ করছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ দুমাসের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ- মোট ১৪ টি। (UR- ০৭, SC- ০৩, ST- ০১, OBC (A)- ০২, OBC(B)- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা,রসায়ন বিদ্যা, জীব বিদ্যা/অংক নিয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা। কম্পিউটারে ওয়াড প্রসেসিং এবং ডাটা প্রসেসিং এর কাজ জানতে হবে।

পদের নাম- স্টাফ নার্স
শূন্যপদ- মোট ১৪ টি। (UR- ০৭, SC- ০৩, ST- ০১, OBC (A)- ০২, OBC(B)- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) কোর্স অথবা বিএসসি (BSC) নার্সিং কোর্স।

চাকরির খবর: উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক পদে নিয়োগ

পদের নাম- MT (CC)
শূন্যপদ- ০৫ টি।(UR- ০৩, SC- ০২, ST- ০১)
শিক্ষাগত যোগ্যতা- পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীব বিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাস। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে দু বছরের ডিপ্লোমা অথবা যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে ব্যাচেলর ডিগ্রী করতে হবে।

পদের নাম- MT (OT)
শূন্যপদ- মোট ৫ টি।(UR- ০৩, SC- ০১, ST- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে ডিপ্লোমা।

বয়স- উপরোক্ত প্রতিপদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রতিমাসে ১৭,২২০ টাকা।

পদের নাম- মেডিকেল অফিসার
শূন্যপদ- ০৭ টি (UR- ০৩, SC- ০২, ST- ০১, OBC(A)- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) এবং WBMC থেকে স্বীকৃত।
বেতন- প্রতিমাসে ৪০,০০০ টাকা।

চাকরির খবর: মাধ্যমিক পাশে কলেজে গ্রূপ-ডি কর্মী নিয়োগ

পদের নাম- স্পেশালিস্ট মেডিকেল অফিসার
শূন্যপদ- ০৭ টি (UR- ০৩, SC- ০২, ST- ০১, OBC(A)- ০১)
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS),MD(Medicine) এবং WBMC থেকে স্বীকৃত।


বেতন- প্রতিমাসে ৫০,০০০ টাকা।
বয়স- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৬০ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

চাকরির খবর: রাজ্যে হিন্দুস্থান কপারে চাকরি

ইন্টারভিউ তারিখ ও সময়- ০৮/০৬/২০২১ মঙ্গলবার সকাল ১২ টা।
ইন্টারভিউয়ের স্থান- Meeting Hall, Office of the Chief Medical Officer of Health, Bishnupur HD.
নির্বাচন পদ্ধতি- মোট নম্বর ১০০। শিক্ষাগত যোগ্যতা থেকে থাকবে ৯০ এবং ইন্টারভিউ তে ১০। দুটো মিলিয়ে মোট নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। বিস্তারিত তথ্য জানতে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করুন।

Official Notification

Related Articles