রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলিতে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরে। কীভাবে আবেদন করবেন জেনে নিন বিস্তারিত আপডেট। West Bengal Health Department Group- D Recruitment 2022.
পদের নাম- Cook
শূন্যপদের সংখ্যা- ১ টি (UR).
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। তবেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
বয়স- 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে 8000/- টাকা।
পদের নাম- Attendant
শূন্যপদের সংখ্যা- ২ টি (UR- ১, SC- ১)
শিক্ষাগত যোগ্যতা- অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সাথে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
বয়স- 21 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে 5,000/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে শ্রম দপ্তরে কর্মী নিয়োগ
পদের নাম- Nutritionist
শূন্যপদের সংখ্যা- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- খাদ্য এবং পুষ্টি বিষয়ে B.SC /M.SC কম্পিউটারের অভিজ্ঞতা জানা থাকলে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
বয়স- 21 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে 25,000/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যের কো- অপারেটিভ ব্যাংকে ক্লার্ক নিয়োগ
আবেদন পদ্ধতি- প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, এবং কম্পিউটারের দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর তারিখ- ৩ ও ৪ জানুয়ারি, ২০২২।
আবশ্যিক যোগ্যতাঃ উপরোক্ত পদগুলি ক্ষেত্রে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। চাকরিস্থল থেকে বাড়ির দূরত্ব যদি ৫ কিমি মধ্যে হলে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন যোগ্য।
Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here