রাজ্যে অষ্টম শ্রেণী পাশে গ্রূপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের আশ্রমিক হোস্টেলে কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান, নাইট গার্ড, কর্মবন্ধু, সুপারিনটেনডেন্ট সহ বিভিন্ন গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের সম্পূর্ণ আবেদন পদ্ধতি জানানো হবে।
নিয়োগের স্থান: PRMAS, Chatri, Raipur Block
Boys Hostel: সুপারিনটেনডেন্ট- ১ টি, কেয়ারটেকার- ১ টি, কুক- ১ টি, হেল্পার- ১ টি, দারোয়ান কাম নাইট গার্ড- ১ টি, কর্ম বন্ধু (পার্ট টাইম)- ১ টি।
Girls Hostel: সুপারিনটেনডেন্ট- ১ টি, মেট্রন (কেবল মহিলা প্রার্থী আবেদনযোগ্য)- ১ টি, কুক- ১ টি, হেল্পার- ১ টি, দারোয়ান কাম নাইট গার্ড- ১ টি, কর্ম বন্ধু (পার্ট টাইম)- ১ টি।
নিয়োগের স্থান: PRMAS, Nangla, Chhatna Block
Boys Hostel: সুপারিনটেনডেন্ট- ১ টি, কেয়ারটেকার- ১ টি, কুক- ১ টি, হেল্পার- ১ টি, দারোয়ান কাম নাইট গার্ড- ১ টি, কর্ম বন্ধু (পার্ট টাইম)- ১ টি।
Girls Hostel: সুপারিনটেনডেন্ট- ১ টি, মেট্রন (কেবল মহিলা প্রার্থী আবেদনযোগ্য)- ১ টি, কুক- ১ টি, হেল্পার- ১ টি, দারোয়ান কাম নাইট গার্ড- ১ টি, কর্ম বন্ধু (পার্ট টাইম)- ১ টি।
বেতনক্রম: উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হওয়ার পরে প্রতিমাসে যে বেতন পাবেন তা নিচে দেওয়া হল-
১) সুপারিনটেনডেন্ট- ১২,০০০/- টাকা।
২) কেয়ারটেকার/ মেট্রন- ৮০০০/- টাকা।
৩) কুক- ৩,৫০০/- টাকা (৫০ জন স্টুডেন্ট -এর ক্ষেত্রে)/ ৪,০০০/- টাকা (৫০ জন স্টুডেন্ট -এর বেশি হলে)।
৪) হেল্পার- ২,৫০০/- টাকা (৫০ জন স্টুডেন্ট -এর ক্ষেত্রে)/ ৩,০০০/- টাকা (৫০ জন স্টুডেন্ট -এর বেশি হলে)।
৫) দারোয়ান কাম নাইট গার্ড- ৩,৫০০/- টাকা।
৬) কর্ম বন্ধু (পার্ট টাইম)- ৩,০০০/- টাকা।
বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: কোন পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে তা নিচে দেওয়া হল-
১) সুপারিনটেনডেন্ট- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ।
২) কেয়ারটেকার/ মেট্রন- মাধ্যমিক পাশ।
৩) কুক- অষ্টম শ্রেণী পাশ।
৪) হেল্পার- অষ্টম শ্রেণী পাশ।
৫) দারোয়ান কাম নাইট গার্ড- অষ্টম শ্রেণী পাশ।
৬) কর্ম বন্ধু (পার্ট টাইম)- অষ্টম শ্রেণী পাশ।
পশ্চিমবঙ্গের চাকরির খবর ২০২১: ক্লিক করুন
অভিজ্ঞতা: প্রতিটি পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার/ মেট্রন পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, একাডেমিক কোয়ালিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৬৫ নম্বরের। পরীক্ষায় প্রশ্ন থাকবে নিম্নলিখিত বিষয়গুলি থেকে- জেনারেল ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক জেনারেল নলেজ। অ্যাক্যাডেমিক কোয়ালিফিকেশন -এর উপরে থাকবে ২০ নম্বর। এবং ইন্টারভিউ হবে ১৫ নম্বরের।
কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে সরাসরি অফলাইনে এর মাধ্যমে। আবেদন পত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হয়েছে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ নিম্নলিখিত ঠিকানায় সরাসরি গিয়ে নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমেও পত্র পাঠাতে পারবেন। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- ৬ ডিসেম্বর, ২০২১।
আবেদন ফি: শূন্য। অর্থাৎ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন ফি জমা দিতে হবে না।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Project Officer Cum District Welfare Officer, Backward Classes Welfare and Tribal Development, Natunchati, Bankura
চাকরির খবরঃ দুয়ারে রেশন প্রকল্পে নিয়োগ
নিয়োগের স্থান: নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার রায়পুর ব্লক ও ছাতনা ব্লকের PRMAS Chatri ছেলে/ মেয়ে হোস্টেলে। সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার/ মেট্রন পদের ক্ষেত্রে আবেদনকারীকে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু পদের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, যে এলাকায় সংশ্লিষ্ট হোস্টেল অবস্থিত।
Application form: Download Now
Daily Job Update: Click Here