চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

সরকারি অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই প্রার্থী নিয়োগ করা হবে। কোন হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। West Bengal Government DEO (Group- C) Recruitment.

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ- মোট ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- UGC অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক এবং সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্ততপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও MS- Office এবং ইন্টারনেটের কাজ জানতে হবে।
বয়স- ০১/১১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতি মাসে ১৩,০০০ টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগ

[quads id=10]

আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করার জন্য আলাদা করে কোনো আদনপত্র পূরণ করতে হবে না। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দপুর ব্লগ ডেভলপমেন্ট অফিসে।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান– ০৯/০৩/২০২২, ইন্দপুর ডেভলপমেন্ট ব্লক অফিস।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সম্প্রতি তোলা ফটো।
২) বয়সের প্রমাণপত্র।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

[quads id=10]

চাকরির খবরঃ রাজ্যের রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ

Official Notice: Click Here
Daily Job Update: Click Here

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ