পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আবারও নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে স্টোর কিপার পদে। নিয়োগ করা হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। বিজ্ঞপ্তি নং BMC/ , কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি walk- in- Interview -এর মাধ্যমে নিয়োগ করা হবে। Burdwan Medical College (BMC) Store Keeper Recruitment.
পদের নাম
স্টোর কিপার (Store Keeper)
মোট শূন্যপদ
7 টি।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১৩ হাজার ভলেন্টিয়ার নিয়োগ
বেতন
প্রতি মাসে 10 হাজার টাকা।
বয়স সীমা
সর্বোচ্চ 65 বছরের মধ্যে।
ইন্টারভিউয়ের তারিখ
22 ফেব্রুয়ারি, 2021 সকাল 11 টা থেকে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ৫ হাজার মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ
ইন্টারভিউয়ের স্থান
Burdwan Medical College, Burdwan, New Academic, PIN- 713104.
প্রয়োজনীয় ডকুমেন্টস
ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে নিজের সমস্ত নথিপত্র সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। সমস্ত নথিপত্রের অরিজিনাল কপির সাথে জেরক্স কপিও রাখতে হবে। যেসব ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
- ভোটার কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড
- জন্ম তারিখের শংসাপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন)
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- P.P.O Certificate
আরও পড়ুন: স্বাস্থ্য দপ্তরে ৬ হাজার নার্স নিয়োগ
Note: সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে 6 মাসের জন্য এই কর্মী নিয়োগ করা হচ্ছে। কেবল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই Store Keeper পদে আবেদন যোগ্য।
আরও পড়ুন: বার্নপুর স্টিল প্লান্টে চাকরির সুযোগ