ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যারাকপুর সেনা বিভাগে ছয় মাসের চুক্তিতে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কেবল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
পদের নাম- ডিউটি মেডিকেল অফিসার
শূন্যপদ- ৪ টি।
বেতন- প্রতিমাসে ৬০,০০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস (MBBS) সঙ্গে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম- নার্সিং স্টাফ
শূন্যপদ- ২ টি।
বেতন- প্রতি মাসে ২৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- বিএসসি (B.sc) নার্সিং অথবা জিএনএম (GNM) কোর্স করে থাকতে হবে।
পদের নাম- জেনারেল ডিউটি এটেনডেন্ট
শূন্যপদ- মোট ১০টি (পুরুষ ৫ টি ও মহিলা ৫ টি)
বেতন- প্রতি মাসে ১০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক সঙ্গে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং প্রাপ্ত, St.John’s Ambulance অ্যাসোসিয়েশন অথবা রেডক্রস সোসাইটি থেকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ২৮/০৫/২০২১, শুক্রবার সকাল এগারোটা থেকে।
ইন্টারভিউয়ের স্থান- The Office of Cantonment Board, Barrackpore, Kolkata- 700120
প্রার্থীকে একটি বায়ো ডাটা এবং সমস্ত ডকুমেন্টসের অ্যাটেস্টেড করা কপি নিয়ে উক্ত ঠিকানায় নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবে। বিস্তারিত তথ্য জানতে www.barrackpore.cantt.gov.in এই ওয়েবসাইট লক্ষ্য করুন।