এক নজরে
Barrackpore Cantonment Board Recruitment 2023: রাজ্যের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC), স্টেনোগ্রাফার ও অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড হল কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি দপ্তর। পশ্চিমবঙ্গের কলকাতার ব্যারাকপুরে এই নিয়োগটি করা হবে।
Barrackpore Cantonment Board Recruitment 2023
Barrackpore Cantonment Board release a new recruitment notification. Lower Division Clerk, Stenographer and Assistant Teacher (Primary) recruitment in Barrackpore Cantonment Board. Download now Barrackpore Cantonment Board recruitment notification. Barrackpore Cantonment Board Clerk Recruitment notice download. Madhyamik Pass job in Barrackpore Cantonment Board. Apply Now for Barrackpore Cantonment Board Recruitment 2023.
Employment No.- C/III/ IE/ Vol X/ 72
মাধ্যমিক পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Barrackpore Cantonment Board Recruitment 2023 Post Details
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
মোট শূন্যপদ- ১ টি (UR)
বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।
বেতনক্রম- মূল বেতন ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা। গ্রেড পে ২,৬০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ।
আরও পড়ুনঃ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ 2023
কম্পিউটার দক্ষতা- লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য কম্পিউটার কাজে দক্ষ হতে হবে। কম্পিউটারের MS Word, Power point, database processing বিষয়গুলির কাজ জানা থাকতে হবে। কম্পিউটারে অন্তত ৬ মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ ও হিন্দিতে ২৫ টি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে।
পদের নাম- স্টেনোগ্রাফার (Stenographer)
মোট শূন্যপদ- ১ টি (UR)
বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।
বেতনক্রম- মূল বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা। গ্রেড পে ৩,৬০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাস। ইংরেজিতে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে।
কম্পিউটার দক্ষতা- কম্পিউটার কাজে দক্ষ হতে হবে। কম্পিউটারের MS Word, Power point, database processing বিষয়গুলির কাজ জানা থাকতে হবে। কম্পিউটারে অন্তত ৬ মাসের একটি সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
মোট শূন্যপদ- ১ টি (EWS)
বয়স সীমা- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স হিসাব করবেন ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।
বেতনক্রম- মূল বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা। গ্রেড পে ৩,৬০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে ২ বছরের ডি.এল.এড (D.El.Ed.) কোর্স পাস করে থাকতে হবে। অথবা, অন্তত ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে ৪ বছরের বি.এল.এড (B.El.Ed.) কোর্স পাস করে থাকতে হবে। সঙ্গে TET / CTET (Primary) পাশ করে থাকতে হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে কি কি সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
Barrackpore Cantonment Board Recruitment Application Process
আবেদন পদ্ধতি- আবেদন করতে পারবেন সরাসরি অনলাইন এর মাধ্যমে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cbbarrackpore.org) গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ মার্চ, ২০২৩।
Barrackpore Cantonment Board Application fees
আবেদন ফি- অ্যাসিস্ট্যান্ট টিচার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। কেবল স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০০/- টাকা জমা দিতে হবে। আবেদন কি জমা দিতে পারবেন সরাসরি অনলাইনে।
Required Documents
প্রয়োজনীয় নথিপত্র- অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
১) ফটো আইডেন্টিটি প্রুফ (পাসপোর্ট/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড)।
২) জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড/ জন্ম সার্টিফিকেট)।
৩) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
৪) সংরক্ষিত শ্রেণি ভুক্ত প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র।
৫) যেসব প্রার্থীরা কোন সরকারী কিংবা আধা সরকারি দপ্তরে কর্মরত তাদের ক্ষেত্রে NOC সার্টিফিকেট।
Barrackpore Cantonment Board Recruitment 2023 Notice
You can download Barrackpore Cantonment Board notification.
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here