ভারত কোকিং কোল লিমিটেড (BCCL) সম্প্রতি জুনিয়র ওভারম্যান শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No. –
পদের নাম – Junior Overman, Tech. & Sup. Gr-‘C’
মোট শূন্যপদ – ৭৭ টি। (OBC – ৫ টি, SC – ১০ টি, ST – ৬২ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পূর্ণ সময়ের কোর্স সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩১,৮৫২ টাকা।
বয়সসীমা – ১৮ বছর থেকে ৩৩ বছর।
আরও পড়ুনঃ মে মাসের সমস্ত চাকরির খবর
আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.bcclweb.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রার্থীদের প্রাপ্ত আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর ওয়েবসাইট প্রদত্ত ফরম্যাটে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
আবেদন ফি – SC/ ST প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। অন্যান্য প্রার্থীদের জন্য এককালীন ১১৮০/- টাকা আবেদন ফি ধার্য্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ – ২৫ মে, ২০২৩।
Official Notification: Download Now
Official website: Apply Now