চাকরির খবর

রাজ্যে BECIL -এর মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৪ হাজার টাকা

Advertisement

ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে রাজ্যে ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- BECIL/MR-Project/1/CNCI/Advt.2022/237
পদের নাম- Jr. Lab Technologist
মোট শূন্যপদ- ২ টি। (Microbiology-1, Haematology-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Diploma in Medical Laboratory Technology (DMLT) করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৪,০০০/- টাকা।

FB Join

চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে স্টিল কারখানায় কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। পরে সেটিকে সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, পেন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান- Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata, Street No-299, DJ Block, Action Area -1, Newtown, Kolkata – 700156.
ইন্টারভিউয়ের তারিখ- ৩০ ডিসেম্বর, ২০২২ (Reporting Time- 10:30 am)

Official Notification: Download Now
Official Website: Click Here

Related Articles