রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের BECIL -এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয়েই প্রার্থীরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- MTS
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৬,৪২৫/- টাকা।
পদের নাম- Driver
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছর।
বেতন- প্রতিমাসে বেতন ২০,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ১০ টি চাকরির খবর
পদের নাম- House Keeping Staff
মোট শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- পঞ্চম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৬,৪২৫/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৫ ডিসেম্বর, ২০২২
আবেদন ফি- General – Rs.৭৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৫০০/-), OBC – Rs.৭৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৫০০/-), ST/SC – Rs.৪৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৩০০/-), Ex-servicemen- Rs.৭৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৫০০/-), Women- Rs.৭৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৫০০/-), EWS/PH – Rs.৪৫০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৩০০/-) আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card, UPI -এর মাধ্যমে।
চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণ
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ- ১০ ডিসেম্বর, ২০২২
ইন্টারভিউয়ের স্থান- Committee Room, Administrative Block, Pharmacapoeia Commission For India Medicine & Homeopathy (PCIM/H), Ministry of Ayush, Kamla Nehru Nagar, Ghaziabad, Uttar Pradesh- 201002
Official Notification: Download Now
Apply Now: Click Here