বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। খুব শীঘ্রই একটি নিয়োগ বিজ্ঞপ্তি বার করেছে কেন্দ্রীয় সরকারি দপ্তর। কেন্দ্রীয় সরকারি দপ্তরে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। একটি দুটি নয় ত্রিশটিরও বেশি পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদের সংখ্যা কত, আবেদন পদ্ধতি কী ইত্যাদি জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
ক) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন)
শূন্যপদের সংখ্যা- ২
শিক্ষাগত যোগ্যতা- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( এয়ার কন্ডিশনিং ও রেফ্রিজারেশন) পদের জন্য মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা।
খ) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদের সংখ্যা- ২
শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা।
আরও পড়ুনঃ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ায় গ্র্যাজুয়েশন পাশে চাকরি
গ) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদের সংখ্যা- ২
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট পাশ হতে হবে ও ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা।
ঘ) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার
শূন্যপদের সংখ্যা- ১
শিক্ষাগত যোগ্যতা- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে, ইচ্ছুক প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেন্টিমিটার, পার্বত্য এলাকার জন্য ৫ সেন্টিমিটারের ছাড় রয়েছে। ছাতি ৮১ সেন্টিমিটার হতে হবে ও ছাতি ফুলিয়ে ৮৫ সেন্টিমিটার হতে হবে। সম্পূর্ণ নীরোগ হতে হবে, চশমার ছাড়া দৃষ্টিশক্তি হতে হবে ৬/১২- দুই চোখেই। কোনরকম বর্ণান্ধতা থাকলে হবে না এবং কমপক্ষে কোনও হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউটে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৩৫, ৪০০ টাকা।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ
ঙ) অ্যাসিস্ট্যান্ট স্টোর অফিসার
শূন্যপদের সংখ্যা- ৩
শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের উপরে ব্যাচেলর ডিগ্রী এবং স্টোর হ্যান্ডেলিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা।
চ) বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা- ১
শিক্ষাগত যোগ্যতা- বি.ই/বি.টেক বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৪৪, ৯০০ টাকা।
ছ) চিফ ডায়েটিশিয়ান
শূন্যপদের সংখ্যা- ১
শিক্ষাগত যোগ্যতা- সিনিয়ার ডায়েটিশিয়ান (অ্যাসিস্ট্যান্ট ফুড ম্যানেজার) যোগ্যতার সঙ্গে ৫ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৬৭,৭০০ টাকা।
আরও পড়ুনঃ বর্ডার রোড অর্গানাইজেশনে ৪১১ শূন্যপদে গ্ৰুপ- ডি নিয়োগ
জ) চিফ মেডিকেল রেকর্ড অফিসার
শূন্যপদের সংখ্যা- ১
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল রেকর্ড অফিসার হতে হবে ও ৮ বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- এই পদের জন্য মাসিক বেতন হলো ৫৬,১০০ টাকা।
এছাড়া আরও একাধিক গুরুত্বপূর্ণ পদ রয়েছে বিশদে জানবার জন্য অফিসিয়াল নটিফিকেশন ডাউনলোড করুন।
পরীক্ষা পদ্ধতি- আবেদন পত্র অনুযায়ী ইচ্ছুক প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী শর্টলিস্টেড করা হবে , তারপর শর্ট লিস্ট করা প্রার্থীদের ক্লায়েন্টদের কাছে পাঠানো হবে পরবর্তী সিলেকশনের জন্য। শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইমেইল বা ফোনের মাধ্যমে তাদের ইন্টারভিউ বা অ্যাসেসমেন্ট বা স্কিল টেস্টের জন্য জানানো হবে। আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন তাদের ফোন এবং ইমেল আইডি আপডেট রাখে।
আবেদন পদ্ধতি- এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com এ আবেদন পত্র পাওয়া যাবে এবং তারপর আবেদনের ফর্ম সহ যাবতীয় নথিপত্র স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করতে হবে। অন্য কোন মাধ্যমে বা অন্য কোনভাবে আবেদন পত্র পাঠালে সেটা গৃহীত হবে না। আবেদনপত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (বেসিল) বেসিল ভবন, সি-৫৬/এ-১৭, সেক্টর ৬২, নয়ডা-২০১৩০৭(ইউ.পি)
প্রয়োজনীয় নথিপত্র- জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট এবং প্রফেশনাল কাজকর্মের যাবতীয় সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাস বুকের জেরক্স ইত্যাদি লাগবে।
আবেদন ফি- জেনারেল, OBC, এক্স সার্ভিস ম্যান বা ওমেনদের জন্য আবেদন ফি ৫৯০ টাকা। Sc, St, EWs, pH দের জন্য আবেদন ফি হলো ২৯৫ টাকা।
আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো ২৪/০২/২০২৫ তারিখ সন্ধ্যা ছটা পর্যন্ত।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.