রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্র সরকারের BECIL -এর তরফে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No- BECIL/AAICLAS/Advt.2023/258
পদের নাম- Supervisor (Cargo)
মোট শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২২,৫১৬ টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ রাজ্যে LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ
পদের নাম- Fork Lift Operator
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ Fork Lift Operator Licence থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২০,৪৮৮/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
পদের নাম- Handyman/ Loader/ MTS/ HK
মোট শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং HK পদের ক্ষেত্রে এইট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৮,৪৮৬/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির কবরঃ রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ General/ OBC/ Ex-servicemen/ Women প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫/- টাকা ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৫০০/-) এবং EWS/PH প্রার্থীদের ক্ষেত্রে ৫৯০/- ( প্রতিটি অতিরিক্ত পদের জন্য Rs. ৩৫৪/-) টাকা।
আবেদনের শেষ তারিখ- ২৭ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ রাজ্যে স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের সরাসরি ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- কলকাতা, পশ্চিমবঙ্গ।
Official Notification: Download Now
Apply Now: Click Here