এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 03 সেপ্টেম্বর, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (03/09/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. প্যারিস প্যারা অলিম্পিক 2024 প্রতিযোগিতায় পুরুষদের ব্যাডমিন্টন (সিঙ্গেলস) বিভাগে স্বর্ণপদক অর্জন করলেন হরিয়ানা রাজ্যের খেলোয়াড় — নিতেশ কুমার।
2. সম্প্রতি ইন্ডিয়ান ওয়েল সংস্থার অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন — ভি. সতীশ কুমার।
3. কৃষকদের জীবন যাত্রার মানোন্নয়ন বৃদ্ধির জন্য সম্প্রতি সাতটি নতুন প্রকল্পের অনুমোদন করেছে — কেন্দ্রীয় মন্ত্রীসভা। এই সাতটি স্কিম অথবা প্রকল্প হল-
1. Digital Agriculture Mission (₹2,817 Crore)
2. Crop science for food and nutritional security (₹3,979 Crore)
3. Strengthening Agricultural Education, Management and Social Sciences (₹2,291 Crore)
4. Sustainable livestock health and production (₹1,702 Crore)
5. Sustainable development of Horticulture (₹1,129.30 Crore)
6. Strengthening of Krishi Vigyan Kendra (₹1,202 Crore)
7. Natural Resource Management (₹1,115 Crore)
আরও পড়ুনঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স
4. 2024 বর্ষের প্রথমার্ধে ভারত 151 টি দেশের সঙ্গে রেকর্ড ট্রেড সম্পন্ন করেছে, যার মোট পরিমাণ হলো — 72.1 বিলিয়ন ডলার।
5. এবারের রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহের থিম হল — Nutritious Diets for Everyone।
6. সম্প্রতি পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন — IAS Manoj Pant।
7. প্যারিস প্যারা অলিম্পিক 2024 প্রতিযোগিতায় মহিলাদের 100 মিটার এবং 200 মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করলেন উত্তরপ্রদেশের খেলোয়াড় — প্রীতি পাল।