এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 05 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (05/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম থোরিয়াম মল্টেন সল্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপন করতে চলেছে — চীন
2. ওয়াটার ম্যানেজমেন্ট -এর জন্য GEEF গ্লোবাল ওয়াটার টেক পুরস্কার ২০২৪ জিতল — সেন্ট্রাল ওয়াটার কমিশন
3. ভারতের প্রথম NFC কার্ড সাউন্ড বক্স লঞ্চ করল — PayTM
4. পেমেন্ট প্রান্ত বিভিন্ন প্রতারণা রুখতে জোটবদ্ধ ভাবে AI পাইলট লঞ্চ করতে চলেছে — SWIFT এবং Axis Bank
5. কন্টাক্টলেস পেমেন্টের জন্য সম্প্রতি GoQji স্মার্টঘড়ি লঞ্চ করল — কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক
6. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) -এর প্রধান মহাকাশচারী হিসাবে নির্বাচিত হয়েছেন — শুভাংশু শুক্লা
7. কনিষ্ঠতম এবং দ্রুততম প্যারা সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়ল মুম্বাইয়ের ১৬ বছর বয়সী — Jiya Rai
8. সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন — ওম প্রকাশ মাথুর
9. সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা প্রাপ্ত Cultural Landscape of Kenozero Lake সাইটটি — রাশিয়ায় অবস্থিত
10. Central Marine Fisheries Research Institute (CMFRI) -এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন — গ্রিনসন জর্জ
11. চতুর্থ রাষ্ট্রীয় হিন্দি বিজ্ঞান সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে — মধ্যপ্রদেশের ভূপালে
12. Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) -এর প্রেসিডেন্ট পদে তৃতীয় বারের জন্য নির্বাচিত হলেন — জ্যানেট ইয়াং
13. প্যারিস অলিম্পিকের কনিষ্ঠতম রেফারি হলেন ভারতের লিউটেন্যান্ট কর্নেল — Kabilan Sai Ashok
14. ২০২৩ সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান — অষ্টম