এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 16 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (16/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. দৃষ্টি প্রতিবন্ধী কাস্টমারদের জন্য PNB ANTAH DRISHTI Braille Debit Card চালু করেছে — পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
2. ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের দ্বিতীয় ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন — অভিনব বিন্দ্রা।
3. 28th Conference of Central and State Statistical Organizations — অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লীতে।
4. ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগতকে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে — ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন।
5. প্রথম গ্লোবাল উইমেনস কাবাডি লিগ অনুষ্ঠিত হবে — হরিয়ানায়।
6. GAURAV নামে Long-Range Glide Bomb -এর সফল পরীক্ষা করল — DRDO।
আরও পড়ুনঃ গতকালের (15 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স
7. ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দৌপ্রাদি মুর্মু — ১০৩ টি গ্যালান্টারী অ্যাওয়ার্ড প্রদান করলেন।
8. ন্যাচারাল ফার্মিং প্রমোট করতে ‘HIM-UNNATI‘ স্কিম লঞ্চ করল — হিমাচল প্রদেশ।
9. নিউ দিল্লির ভারত মন্ডপম থেকে ‘হর ঘর তিরাঙ্গা’ বাইক র্যালির পতাকা তুলেছেন — জগদীপ ধনখড়।