এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 20 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (20/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. রাজস্থানের জয়সলমীরে দেশীয় পদ্ধতিতে তৈরি MP-ATGM (Man Portable Anti-Tank Guided Missile) -এর সফল পরীক্ষণ করল — DRDO।
2. কৃষকদের স্বশক্তি করনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত — ন্যাশনাল পেস্ট সার্ভেলেন্স সিস্টেম লঞ্চ করলেন।
3. IIT মাদ্রাসে সেন্টার অফ ওয়াটার টেকনোলজি স্থাপনের জন্য সম্প্রতি জোটবদ্ধ হল — ভারত এবং ইসরাইল।
4. IRCTC এবং NCRTC যৌথভাবে লঞ্চ করতে চলেছে — One India One Ticket ইনিসিয়েটিভ।
5. অফসোর মিনারেল এক্সপ্লোরেশন এবং প্রোডাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার — অফসোর এরিয়াস মিনারেল ট্রাস্ট রুল 2024 -এর সূচনা করল।
আরও পড়ুনঃ গতকালের (17 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স
6. এবারের বিশ্ব ফটোগ্রাফি দিবসের থিম ছিল — An Entire Day।
7. 70th National Film Awards -এ শিরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন — নিথ্যা মেনন এবং মানসী পারেখ।
8. Airport Council International’s (ACI) HIGHEST LEVEL 5 এর স্বীকৃতিপ্রাপ্ত এশিয়ার প্রথম বিমানবন্দর হল — বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর।
9. ভারত সরকারের নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হলেন — রাজেশ কুমার সিং।
10. প্যারিস প্যারা অলিম্পিক 2024 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন — সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব।
11. থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন — Paetongtarn Shinawatra।
12. বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হল — 85 টি।