এক নজরে
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024: কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে Exam Bangla প্রতিদিন বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 আপডেট করছে। আজকের প্রতিবেদনে 21 আগস্ট, 2024 তারিখের গুরুত্ত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপডেট করা হল। চাকরিপ্রার্থীরা গুরুত্ত্ব সহকারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি পড়ুন। সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। Exam Bangla -র মাসিক প্রতিবেদন থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স PDF ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 (21/08/2024)
Exam Bangla is publishing daily Bangla Current Affairs 2024 for all government and private sector job aspirants of West Bengal. These current affairs are very important for various competitive job exams. Various job exams have questions from recent events. Job seekers can read these current affairs and note down these current affairs if necessary.
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স
1. 70th National Film Awards -এ সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত — কাবেরী অন্তর্ধান।
2. ‘Mukhyamantri Bal Paushtik Aahar Yojana’ চালু করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী — সুখবিন্দর সিং সুখু।
3. সম্প্রতি ৫৯ বছর বয়সে মারা গেলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল — রাকেশ পাল।
4. Badminton Junior Championship 2024 অনুষ্ঠিত হবে — চীনে।
5. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন — চন্দ্র শেখর কুমার।
6. 17th Kala Mela অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড়ের — রায়পুরে।
আরও পড়ুনঃ গতকালের (20 আগস্ট, 2024) কারেন্ট অ্যাফেয়ার্স
7. বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে — জাতিসংঘের মানবাধিকার টিম।
8. “Vijay Fixed Deposit” নামে একটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে — RBL Bank।